ভারতের মাটিতে অবৈধ অনুপ্রবেশ যেমন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তেমনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পারাপার তাতেও সাধারন মানুষের মনে ভীতি সৃষ্টি করছে।আর তাতে আন্তর্জাতিক মানব পাচার চক্র ক্রমশ বিস্তার লাভ করছে।শনিবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক তিন ভারতীয় নাগরিক ও এক ভারতীয় দালালকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করল কদমতলা থানার পুলিশ।
স্হানীয় থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথ জানান,চলতি মাসের তেরো মার্চ বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় থানা এলাকার ইন্দো বাংলা সীমান্তের ইয়াকুবনগর বিওপি দিয়ে সীমান্তের কাঁটাতার কেটে তিন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়।আর তাদেরকে পারাপারের সাহযোগিতা করছিল ভারতীয় এক দালাল।
তখন কর্তব্যরত ৯৭ ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা ভারতীয় তিন জন নাগরিককে আটক করতে সক্ষম হলেও ভারতীয় এক দালাল পালিয়ে যায়।পরবর্তীতে বিএসএফ জওয়ানরা পলাতক দালালকে আটক করে।জানা গেছে,ভারতীয় নাগরিকরা আসামের লামডিং এর
কাঙ্গার গাঁও এলাকার সমরজিৎ চন্দ্র দাস তার স্ত্রী স্বপ্না বালা দাস ও রবীন্দ্র কুমার দাস।সাথে ধৃত ভারতীয় দালাল সাহিন মিয়া(জারাই মিয়া)।বাড়ি ইয়াকুব নগর এলাকায়।এদিকে বিএসএফের সকল আইনে প্রক্রিয়া শেষে চৌদ্দ মার্চ শুক্রবার সন্ধ্যা নাগাদ ধৃতদের কদমতলা থানার পুলিশের কাছে হস্তান্তর করে।স্হানীয় থানার পুলিশ পাসপোর্ট এক্ট ও পাবলিক সম্পত্তি নষ্টের দায়ে মামলা রুজু করে ধৃতদের আদালতে সোপর্দ করে।