রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্কুটি বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন, “আমাদের সরকার যা বলে, তা করে দেখায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ আমরা সাধারণ মানুষের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণ করি।”তিনি আরও বলেন, “বিদ্যালয় স্তরের ছাত্রীদের মধ্যে প্রায় দেড় লক্ষ বাইসাইকেল বিতরণের পর, এবার উচ্চশিক্ষার দিকেও নজর দেওয়া হয়েছে।
স্কুটি প্রদানের প্রতিশ্রুতি যখন দেওয়া হয়েছিল, তখন বিরোধীরা কটাক্ষ করেছিল। কিন্তু আজকের এই বিতরণ প্রমাণ করল যে, বিজেপি সরকার যা প্রতিশ্রুতি দেয়, তা রক্ষা করে।”উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা ত্রিপুরা সরকারের সাফল্য তুলে ধরে কলেজগামী মেধাবী ছাত্রীদের স্কুটি সরবরাহের জন্য এই প্রকল্পের ঘোষণা করেন।
টিবিএসই, সিবিএসই ও আইসিএসই উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীরা এই সুবিধা পাবেন।মুখ্যমন্ত্রী আশাবাদ প্রকাশ করে বলেন, এই উদ্যোগ আগামী দিনে ছাত্রীদের আরও স্বাবলম্বী হতে সাহায্য করবে এবং তাদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন পদাধিকারী এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্কুটি পেয়ে ছাত্রীদের মধ্যেও ছিল দারুণ উদ্দীপনা। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়ে বলেন, এটি তাদের দৈনন্দিন যাতায়াত এবং উচ্চশিক্ষার পথে আরও আত্মনির্ভর হতে সাহায্য করবে।