বিশালগড়: কড়ুইমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে মিড ডে মিল রান্নাঘর ও সংলগ্ন জঙ্গলে হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা রান্নাঘরের ছাউনিসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয়রা আগুন দেখে দ্রুত বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অল্পের জন্য বিদ্যালয়ের অন্যান্য শ্রেণিকক্ষ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, কে বা কারা স্কুল সংলগ্ন জঙ্গলে আগুন লাগিয়ে দেয়, যা দ্রুত মিড ডে মিল রান্নাঘর পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় কিছু নেশাগ্রস্ত যুবকের আনাগোনা লক্ষ্য করা যায়, এবং তাদেরই কেউ ইচ্ছাকৃতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। যদিও ঘটনার তদন্ত এখনো চলছে, তবে অনেকেই আশঙ্কা করছেন, পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হতে পারে।
সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে মিড ডে মিল রান্নাঘরের ছাউনি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। প্রশাসনের তরফ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।