বসন্তের রঙিন উৎসব দোল পূর্ণিমা উপলক্ষে রাজধানী আগরতলার শ্রীকৃষ্ণ মন্দির ও উমা মহেশ্বর মন্দিরে বিশেষ পূজা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোর থেকেই ধর্মপ্রাণ হিন্দুদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে মন্দির চত্বরে। নানা বয়সের মানুষ, আবাল-বৃদ্ধ-বনিতা, এই শুভদিনে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় মগ্ন হয়েছেন।
দোল পূর্ণিমা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দঘন একটি উৎসব। প্রথা অনুযায়ী, অন্যান্য বছরের মতো এবারও বিশেষ পূজার আয়োজন করা হয়েছে, যেখানে ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ ও বিভিন্ন ধর্মীয় কার্যকলাপে অংশ নিচ্ছেন। মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই বিশেষ পূজার উদ্দেশ্য শুধু আনন্দ উদযাপন নয়, বরং সমগ্র জগৎ সংসারের মঙ্গল কামনা করা।
সকাল থেকেই মন্দিরে বিভিন্ন আচার-অনুষ্ঠান শুরু হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির প্রকাশ ঘটিয়ে ভক্তরা আবির ও গুলাল ছিটিয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন। মন্দির চত্বরে বিশেষ আলোকসজ্জা, ধর্মীয় সঙ্গীত পরিবেশনা ও ধর্মীয় আলোচনা সভার আয়োজনও করা হয়েছে।
শুধু রাজধানী নয়, গোটা রাজ্যজুড়ে দোল পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন আয়োজন পরিলক্ষিত হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে রাস্তা ও মন্দির প্রাঙ্গণে কীর্তন, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
উৎসবের এই আনন্দঘন মুহূর্তে প্রশাসনের তরফ থেকেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
সনাতনী ঐতিহ্যের ধারাবাহিকতায় এবছরও দোল পূর্ণিমার উৎসবে আগরতলার প্রতিটি মন্দির ও হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। ভক্তরা মনে করছেন, এই পুণ্য দিনে ভগবানের কৃপা লাভ করে জীবন আরও সমৃদ্ধ ও শান্তিময় হয়ে উঠবে।