গতকাল আগরতলা পুরো নিগম কর্তৃপক্ষ এক সিদ্ধান্ত গ্রহণ সাপেক্ষে রাজধানী আগরতলার বহু পুরনো লেক চৌমুহনী বাজারে ধ্বংসলীলা সংগঠিত করেছে। যদিও ইতিপূর্বে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও ব্যবসায়ীরা তাদের সিদ্ধান্তে অনর থাকায় প্রশাসনের তরফ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা যায়নি।
অবশেষে গতকাল বুলডোজার চালিয়ে লেক চৌমনী বাজারের একটা বিরাট অংশকে ভেঙে ফেলা হয়েছে পরিপ্রেক্ষিতে আজ রাজ্যের বিরোধী দলনেতা সংশ্লিষ্ট বাজার পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। বিরোধী দলনেতার সাথে সিপিআইএম দলের সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তীর সহ নানা নেতৃত্বে উপস্থিত ছিলেন। এই ঘটনাকে জিতেন্দ্র চৌধুরী অমানবিক আখ্যা দিয়েছেন।
পুর নিগমের বাজারের উন্নয়নের জন্য অবৈধ নির্মাণ ভেঙ্গে দিয়েছে তা ঠিক। কিন্তু এই অবৈধ ঘরকে ব্যবহার করে বহু ক্ষুদ্র ব্যবসায়ীর সংসার চলে। বর্তমানে এই পরিবার গুলি নিঃস্ব হয়ে পড়েছে। সেই দিক থেকে বিচার করলে এই উচ্ছেদ অভিযান অমানবিক। পুর নিগম যদি এই সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করে উচ্ছেদ অভিযান চালাতো তাহলে হয়তো এই পরিবার গুলি নিঃস্ব হতো না।
সরকারের এই ভূমিকা কে নিন্দা জানানোর পাশাপাশি দাবি করেছেন শুধু আগরতলা শহর না গোটা রাজ্য এবং দেশজুড়ে বিভিন্নভাবে অমানবিক ভূমিকা পালন করে চলছে বর্তমান সরকার। এই পরিপ্রেক্ষিতে সকলকে দায়িত্বপূর্ণ ভূমিকা এবং প্রতিবাদী হওয়ার আহ্বান রাখলেন জিতেন্দ্র চৌধুরী।