সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -র পদত্যাগ এবং দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলে সরব হলো কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন, গত ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সাংসদ পার্লামেন্টের ভেতরে সংবিধানের জনক ভীমরাও আম্বেদকরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন।
এর প্রতিবাদে পার্লামেন্ট উত্তাল হয়েছে, একই সাথে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে সমগ্র সংসদরা এবং জাতীয় কংগ্রেসের নেতা কর্মীরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। এ ধরনের মন্তব্য স্পষ্ট করেছে তারা সংবিধান বিলুপ্ত করা ও পাল্টে দেওয়ার চক্রান্ত করছে। যাইহোক মন্তব্যে গোটা দেশের মানুষ আহত হচ্ছে। তাই দাবি করা হচ্ছে অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ করে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার জন্য।
তিনি আরো বলেন প্রতিদিন পার্লামেন্টের ভেতরে এবং বাইরে বিজেপি অসংসদীয় ও অনৈতিক কথা বলে চলেছে। অপরদিকে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, যারা দেশের সংবিধানের উপর আস্থা রাখে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কুরুচিকর মন্তব্যে অত্যন্ত মর্মাহত। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর এ ধরনের মন্তব্যে আবারো স্পষ্ট হয়েছে বিজেপি সংবিধান বিরোধী। এ ধরনের মন্তব্যে প্রকাশ পেয়েছে বিজেপি -র ভেতরে বাবা সাহেব আম্বেদকর নিয়ে কতটা ঘৃণা পুঁজিভূত হয়ে রয়েছে। তাই এর তীব্র নিন্দা জানিয়েছেন সুদীপ রায় বর্মন। এদিন মিছিলের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -র কুশপুত্তলিকা পুড়ে তীব্র প্রতিবাদ করল কংগ্রেস।