এনসিসি -র উদ্যোগে মঙ্গলবার রাজধানীর শহীদ ভগৎ সিং হোস্টেলে এক ভারত শ্রেষ্ঠ ভারত অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমবার রাজ্যে এ ধরনের অনুষ্ঠান হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এনসিসি ছেলে মেয়েদের নিয়ম-শৃঙ্খলা এবং দেশের প্রতি একাগ্রতা বাড়ায়।
পাশাপাশি এনসিসির মাধ্যমে ছেলে মেয়েদের স্কুল জীবন থেকেই ভারতীয় সেনাবাহিনীতে অংশ নেওয়ার জন্য মানসিকতা গড়ে তুলে।এনসিসি জন্ম লগ্ন থেকে এই দায়িত্ব পালন করে আসছে। ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল পর্যন্ত হয়েছে এনসিসি-র মাধ্যমে। তিনি সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ছেলে মেয়েদের এনসিসিতে প্রশিক্ষণ নিতে পাঠানোর জন্য। তাহলে তারা স্মার্ট ফোন হাতে নিয়ে বসে থাকবে না। এবং নেশা থেকে দূরে থাকবে।
ছেলে মেয়েদের মধ্যে দেশপ্রেম এবং নিয়ম-শৃঙ্খলা উদয় হবে বলে অভিমত ব্যক্ত করলেন রাজ্যপাল। পরে রাজ্যপাল ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন। এনসিসি সম্পর্কে ছাত্রছাত্রীদের আরো বেশি উৎসাহিত করেন। আগামী দিন রাজ্যের সমস্ত ছেলে মেয়েরা এনসিসি করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।