আন্তর্জাতিক দরবারেও সম্মানিত টেকনো ইন্ডিয়া গ্রুপ। ইতালির তুরিনের অ্যালবার্টিনা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এর অনারারি অ্যাকাডেমিশিয়ানের সম্মানে সম্মানিত হলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও কর্ণধার তথা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায়চৌধুরী।
প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন সত্যম রায়চৌধুরী। বিগত ৪০ বছর ধরে শিক্ষাক্ষেত্রে সত্যম রায়চৌধুরীর উল্লেখযোগ্য অবদানকে সম্মান জানাতেই এই সম্মানজ্ঞাপন। টেকনো ইন্ডিয়ার প্রতিষ্ঠাতাকে পুরস্কারপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইচ.ই. রিকার্ডো ডালা কস্তা, কলকাতায় ইতালির কনসাল জেনারেল সহ আলবার্টিনা অ্যাকাডেমির বিশিষ্ট পরিদর্শক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্বরাও।
অনুষ্ঠানে সত্যম রায়চৌধুরী বলেন, এই সম্মান ব্যক্তিগত মাইলফলক নয়। এটি শিক্ষার শক্তির প্রমাণ। আমি আমাদের প্রতিষ্ঠানের সকলকে এই সম্মানটি উৎসর্গ করছি। সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার আচার্যকে অভিনন্দন জানিয়েছেন এস.এন.ইউ.-র উপাচার্য ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় এবং টি.আই.ইউ.টি.–র উপাচার্য ড. রতন কুমার সাহা।
এস.এন.ইউ.-র উপাচার্যের কথায়, এই সম্মান সমগ্র জাতির গর্ব। এই স্বীকৃতি শিক্ষাক্ষেত্রে সত্যম রায়চৌধুরীর অতুলনীয় অবদানের প্রমাণ। তাঁর এই স্বীকৃতি আমাদেরও অনুপ্রাণিত করবে। ১৯৮৪ সালে যাত্রা শুরু করে টেকনো ইন্ডিয়া গ্রুপ। চার দশকেরও বেশি সময় ধরে এই সংস্থার কর্ণধার সত্যম রায়চৌধুরীর সুদক্ষ এবং দুরদর্শী নেতৃত্ব শিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রকেও সমৃদ্ধ করেছে।
১০৩টি নলেজ ক্যাম্পাস, ৬টি বিশ্ববিদ্যালয়, ২০টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৩৫টিরও বেশি পাবলিক স্কুল, ১০টি বি-স্কুল, ১৬টি টিআইজি-আইটিআই কেন্দ্র, ১টি মেডিক্যাল কলেজ সহ টেকনো গ্রুপের একাধিক উদ্যোগ শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, ক্রিড়া, পর্যটন, হসপিটালিটি, চলচ্চিত্র, সাংবাদিকতা সহ বহু সেক্টরে নতুন দিগন্তের দিশা দেখাচ্ছে।