চায়ের দোকানের গ্যাস ভর্তি সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকান্ড।পুড়ে ছাই সাত থেকে আটটি দোকান ঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন চুরাইবাড়ির শনিছড়া বাজারে।জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে আটটা নাগাদ প্রেমতলা দমকল অফিসে খবর আসে শনিছড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয়েছে।খবর পেয়ে তড়িৎ গতিতে দমকল কর্মীরা দমকলের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন।
কিন্তু চুরাইবাড়ি থেকে শনিছড়া বাজার পর্যন্ত আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের অবস্থা এতোটাই বেহাল যে ঘটনাস্থলে দমকলকর্মীরা পৌঁছাতে পৌঁছাতে সাত থেকে আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে গোটা বাজারটি রক্ষা পায়। এদিকে স্হানীয় সূত্রে জানা গেছে, শনিছড়া বাজারের একটি চায়ের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
আর চায়ের দোকানের গ্যাস ভর্তি সিলিন্ডার ফেটে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।তাতে পুড়ে ছাই হয়ে যায় মোহনলাল চন্দ,গৌতম চন্দ,সজল সিনহা, মমতা দাস,রাশু পাল ও আব্দুল কাদিরের দোকান।তাতে পুড়ে ছাই হয়েছে হার্ডওয়্যারের দোকান,গোডাউন,মুদি দোকান , চায়ের দোকান সহ একটি সেলুন। স্হানীয় সূত্রে আরো জানা গেছে,ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা।তবে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ পাওয়া যায়নি।