অভিযোগ পাল্টা অভিযোগ সহ কাঁদা ছোড়াছুড়ি চলছে বিলোনিয়া শাসক দলের অন্দরে । শাসক দলীয় সমর্থিত একাধিক গোষ্ঠীর মধ্যে মতানৈক্য, বিরোধ, বাড়িতে গিয়ে হুমকি, পাল্টা হুমকি চলছে ঠিকেদারী নিয়ে । ঘটনা এখানেই শেষ না অভিযোগ জানিয়ে বিলোনিয়া থানাতে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পৃথক পৃথক চারটি অভিযোগ জমা পড়েছে গত শনিবার রাতে। পুলিশ সূত্রে জানা যায় ,অভিযোগের ভিত্তিতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । মূল ঘটনা নিগো বাণিজ্যের ঠিকাদারি কাজের টেন্ডার ড্রপকে নিয়ে ।
অভিযোগ বিভিন্ন ঠিকাদারি কাজ নিয়ে দেখাশোনার ক্ষেত্রে আগে মন্ডল নেতৃত্বের চার থেকে পাঁচজনের একটি কমিটি ছিল। এই কমিটির মাধ্যমে কাজের বন্টন বা কিভাবে কাজ হবে কারা কারা কাজ পাবে ইত্যাদি নির্ধারণ করে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতো। দলের বেকার যুবকরা ভেবে ছিল এই কমিটির মাধ্যমে কিছুটা হলে উপকৃত হবে কিন্তু এই কমিটির কাজের বন্টন ও নিজেদের ফায়দা লাভের নমুনায় শাসক দলেরই আরেকটি একটি অংশে ক্ষোভ তৈরি হয়। তারপর মন্ডলের এই কমিটিকে গুরুত্ব না দিয়ে শাসকদলের মধ্যেই বিভিন্ন কার্যকর্তা থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত সংশ্লিষ্ট কার্য কর্তাদের নিয়ে ডেভলপমেন্ট কমিটি গঠন করে ।
বিভিন্ন ঠিকাদারি কাজের গুণগত মান যাতে বজায় রেখে এবং সংশ্লিষ্ট সবাই যাতে কাজ পায়, বেকাররা যাতে আর্থিকভাবে উপকৃত হতে পারে তা গুরুত্ব দেওয়ার জন্য এই কমিটি গঠন করা হয় । এই অবস্থায় কদিন আগে একটি কাজের টেন্ডারড্রপিং হয়। ডেভেলপমেন্ট কমিটির সবার সাথে আলোচনার ভিত্তিতে। ওই কাজেরই মন্ডলের দুই থেকে তিনজনের নেতৃত্বের মদতে দলেরই কার্যকর্তা সৌরভ পাল নামে এক ঠিকাদার পাল্টা টেন্ডার ড্রপ করে দেয়। এই নিয়ে শুরু হয় আভ্যন্তরীণ মতবিরোধ এবং মতানৈক্য । এরফলে হুমকি , পাল্টা হুমকি সহ অভিযোগ পাল্টা অভিযোগ দুই গোষ্ঠীর মধ্যে।
এই নিয়ে স্বরগরম এবং কিছু মিডিয়াতে এই সংবাদ পরিবেশন হওয়ার পর ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে মিথ্যা ভিত্তিহীন বলে দাবি করেছে। এছাড়া তাদের অভিযোগ গেরুয়া রামাবলী ভেকধারী সাংবাদিকের কারসাজিতে মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশিত হয় দলকে কালিমা লিপ্ত করার জন্য । গেরুয়া রামাবলী ভেকধারী সাংবাদিক আবার শক্তি কেন্দ্রের প্রমুখ । মন্ডল কমিটির নিগো বানিজ্যের সাথে যুক্ত ছিল ।
কমিটি ভেঙ্গে যাওয়াতে অর্থের ফায়দা লুটতে না পেরে ক্ষুব্ধ হয়ে ডেভলপমেন্ট কমিটির দলের কার্য কর্তাদের হেয়প্রতিপন্ন করার জন্য উঠেপড়ে লেগেছে। তার ফল স্বরুপ দলের বিরুদ্ধে অসত্য তথ্য তুলে ধরতে প্রয়াস শক্তি কেন্দ্রের প্রমুখ কাম সাংবাদিকের এমনই অভিযোগের গুঞ্জন রয়েছে। শক্তি কেন্দ্রের প্রমুখ কাম সাংবাদিক সহ মন্ডলের কিছু নেতা দলকে কালিমা লিপ্ত করতে প্রয়াস জারির ঘটনার বিষয়ে সুষ্ঠু বিহিত করার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছে ডেভেলপমেন্ট কমিটি ।