রাজ্য পর্যটন দপ্তরের পক্ষ থেকে আগামী ৩ ডিসেম্বর শুরু হতে চলেছে প্রমো ফেস্ট। এই অনুষ্ঠানটি এবছর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে সূচনা হতে চলেছে ডুম্বুর নারিকেল কুঞ্জে। সেখানে বিভিন্ন ব্র্যান্ডের মাধ্যমে স্থানীয় সংগীত পরিবেশন করা হবে। তারপর খাবার উৎসবের স্টল উদ্বোধন করা হবে। পাশাপাশি বোট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
৯ ডিসেম্বর এই প্রমো ফেস্ট অনুষ্ঠানটি হবে মেলাঘর স্থিত নীলমহলে।সেখানে জি সারেগামা বাংলা ২০২৩ এর ফার্স্ট রানার নিহারিকা নাথকে আনা হবে। তিনি সেখানে অংশ নিয়ে সংগীত পরিবেশন করবেন। এই অনুষ্ঠানে এস ডি বর্মন, বাংলা বাউল ও ভাটিয়ালি গান পরিবেশন করা হবে। ১১ ডিসেম্বর অনুষ্ঠানটি হবে জম্পুই হিলে। সেখানে স্থানীয় নৃত্য পরিবেশন করা হবে। একই সাথে খাবারের স্টল ও সেলফি পয়েন্ট উদ্বোধন করা হবে।
তারপর আগরতলায় মূল অনুষ্ঠানটি হতে চলেছে আগামী ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ১৪ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে আসতে চলেছেন কিংবদন্তি সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। শনিবার গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলন করে এই অনুষ্ঠানের ঘোষণা দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো বলেন, দ্রুত শ্রেয়া ঘোষালের অফিসিয়াল ভিডিও প্রকাশ করা হবে। প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাস মিলে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি।