দিল্লি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে সাক্ষাৎ করার পর মঙ্গলবার বিকালের বিমানে রাজ্যে ফিরে এলেন ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা পাতাল কন্যা জমাতিয়া। রাজ্যে ফিরে এসে এমবিবি বিমান বন্দর চত্বরে দাড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে দাড়িয়ে পাতাল কন্যা জমাতিয়া এইদিন বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন ত্রিপুরা বিজেপিকে বাংলাদেশী বিজেপিতে পরিণত করার চেষ্টা করা হচ্ছে।এই বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে অবগত করা হয়েছে। ওনাকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে বলে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। কিন্তু অফিসিয়ালি ওনাকে বহিষ্কার পত্র প্রদান করা হয় নি। তাই তিনি অফিসিয়ালি বহিষ্কার পত্রের দাবি জানান।
ত্রিপুরা বিজেপির হিম্মত নেই ওনাকে বহিষ্কার পত্র প্রদানের। তিনি এইদিন প্রশ্ন তোলেন যারা ভারত বিকাশের স্বপ্ন দেখায়, তারা ওনার বাড়িতে কিংবা অফিসে বহিষ্কার পত্র পৌঁছানোর জন্য কোন বুলেট ট্রেনের প্রয়োজন। তাই তিনি দিল্লি গিয়ে বহিষ্কার পত্রের দাবি জানিয়েছেন। ওনাকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে বলে যে নাটক করা হচ্ছে তা তিনি মেনে নেবেন না। ত্রিপুরার বিজেপি জিবন্ত লাশ। ত্রিপুরা বিজেপি অফিসিয়ালি বহিষ্কার পত্র দিতে পারছে না, আবার ক্ষমাও চাইতে পারছে না।তিনি এইদিন দাবি জানান ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে যিনি নাটক করছেন অর্থাৎ প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক ও সভাপতিকে দল থেকে বহিষ্কার করার দাবি জানান।
তিনি এইদিন আরও অভিযোগ করেন ত্রিপুরা বিজেপি মুখে বলে এক কথা, আর কাজ করে অন্যরকম। কাজে ও কথায় মিল নেই বিজেপির। যারা ত্রিপুরা রাজ্যকে সর্ব শ্রেষ্ঠ করার কথা বলছে, তারা ত্রিপুরাকে ভ্রষ্ট বানাতে চলেছে। নিম্ন মানসিকতা নিয়ে কাজ করছে বিজেপি। ত্রিপুরা রাজ্যে বিজেপি-র কোন নেতা মন্ত্রী বর্তমানে অবৈধ অনুপ্রবেশ নিয়ে কথা বলছে না। আসামের মুখ্যমন্ত্রী অবৈধ অনুপ্রবেশ নিয়ে কথা বলতে পারলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কেন পারছে না ? এই প্রশ্নও উত্থাপন করেন পাতাল কন্যা জমাতিয়া।ত্রিপুরা রাজ্যে নিরীহ জনজাতিদের নিয়ে রাজনৈতিক খেলা চলছে প্রদ্যোৎ কিশোরের নেতৃত্বে। তিনি এইদিন আরও অভিযোগ করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ নকল এসটি সার্টিফিকেট নিয়ে নির্বাচনে লড়াই করেছেন।
ত্রিপুরার বিজেপিকে জিবন্ত থাকতে হলে দলের আদর্শকে মেনে চলতে হবে। এই বিষয়ে তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বদের অবগত করেছেন বলে জানান।পাতাল কন্যা জমাতিয়া এইদিন সাংবাদিকদের সামনে স্পষ্ট ভাষায় বলেন টিআরপিসি-র চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন বিনা বেতনে। তিনি অভিযোগ করেন ত্রিপুরা রাজ্যে বিজেপি দলের কিছু নেতা বাংলাদেশী মনোভাব নিয়ে বিজেপিকে ধংশ করতে চাইছে। প্রদ্যোৎ কিশোর বিজেপির সাথে মিলে ত্রিপুরা রাজ্যের নিরীহ জনজাতিদের রাজনৈতিক গোলাম বানাচ্ছে।
তিনি এইদিন স্পষ্ট ভাষায় বলেন পদ আর টাকার জন্য রাজনীতি করে না পাতাল কন্যা জমাতিয়া।এইদিন পাতাল কন্যা জমাতিয়া বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর দপ্তরের বিরুদ্ধে। তিনি বলেন টিআরপিসি-র চেয়ারম্যান হিসাবে তিনি যতগুলি ফাইল মুখ্যমন্ত্রীর নিকট প্রেরন করেছেন, একটা ফাইলও ফিরে আসে নি। একাধিকবার তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরের সাথে যোগাযোগ করেছেন। কিন্তু কোন কাজ হয়নি। ওনাকে কাজ করার জন্য পদে বসানো হয়েছে, কিন্তু কাজ কেন দেওয়া হয় নি তা নিয়েও প্রশ্ন উত্থাপন করেন পাতাল কন্যা জমাতিয়া।