বিলোনিয়ায় নাবালিকা ধর্ষণ মামলায় পুলিশের হাতে গ্ৰেপ্তার এক যুবক । ধৃত যুবকের নাম মহম্মদ আলি । বর্তমানে জেল হেফাজতে রয়েছে অভিযুক্ত যুবক মহম্মদ। ধর্ষনের ঘটনা টি ঘটে গত শনিবার সকালে রাজনগর পিআর বাড়ি থানাধীন উত্তর রাঙ্গামুড়া ব্যাঙ্ক সাগর এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাজনগর পিআর বাড়ি থানার পুলিশ সহ রাঙ্গামুড়া ফাঁড়ির পুলিশ। এরপর অভিযুক্ত নাবালিকা ধর্ষণকারি মহম্মদকে পুলিশ গ্ৰেপ্তার করে নিয়ে আসে রাজনগর পিএস-পিআর বাড়ি থানাতে।
নাবালিকা পরিবারের পক্ষ থেকে মামলা হওয়ার পর পুলিশ জোর জবরদস্তি ধর্ষণ ও পস্কো মামলা নিয়ে বিলোনিয়া আদালতে সোপর্দ করে অভিযুক্ত মহম্মদকে । আদালত দুই দিনের জেল হেফাজতের রাখার নির্দেশ দিয়ে আগামী সোমবারে পুনরায় অভিযুক্তকে আদালতে তোলার নির্দেশ দেন। জানা যায়, নাবালিকার এলাকাতেই অভিযুক্ত মহম্মদের বাড়ি । নাবালিকা বিদ্যালয়ে যাওয়ার জন্য ঘরের মধ্যে প্রস্তুত হওয়ার সময় হঠাৎ মহম্মদ ঘরের ভিতরে প্রবেশ করে নাবালিকার সাথে জোর জবরদস্তি শুরু করে। সেই সময় বাড়িতে কেউ ছিল না।
বাড়ির লোকের অনুপস্থিতর টের পেয়ে মহম্মদ আলি বাড়িতে প্রবেশ করে নাবালিকাকে জোর জবরদস্তি করে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনা নাবালিকা পরিবারের কাছে বলার পর ক্ষোভ ফেটে পড়ে। এরপর এলাকার মাতব্বরদের জানানোর পর খবর দেয় থানাতে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্ৰেপ্তার করে মহম্মদকে। নাবালিকার পরিবার সহ এলাকাবাসীরা চাইছে মহম্মদ আলির সাজা হোক। পুলিশ ঘটনার তদন্ত করছে। ঘটনার তদন্তক্রমে আদালতে চার্জশিট জমা দেবে বলে জানান রাজনগর থানার ওসি রতন রবি দাস।