এক দেশ এক নির্বাচনের নামে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলার বিরুদ্ধে, নিত্য প্রয়োজনীয় অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, রাজ্যে আইনশৃঙ্খলা চরম অবনতির বিরুদ্ধে এবং ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে বুধবার উদয়পুর হাড়ভাঙ্গা রৌদ্রের মধ্যে সিপিআইএম উদয়পুর বিভাগীয় জামতলা অফিস থেকে এক গর্জ মান মিছিল বের হয়ে উদয়পুর সেন্ট্রাল রোড, পুরানো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘীর পার হয়ে নিউটাউন রোড হয়ে আবার জামতলাতে এসে শেষ হয় মিছিল।
উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য তথা বামফ্রন্ট সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রতন ভৌমিক, সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত সহ নিতাই বিশ্বাস সহ বিভিন্ন অঞ্চল কমিটি থেকে আগত সমর্থক ও সদস্যরা। দীর্ঘ দিন পর এত বড় মিছিল সংগঠিত করতে পেরেছে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটি। বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, রাজ্যে কাজ নেই। মানুষ কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে সরকার কাজ দিতে পারছে না।রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের মানুষ কে জিজ্ঞেস করেন আপনারা কি ভালো আছেন।না ভালো নেই বলে উল্লেখ করে বলেন এই রাজ্যে বেকারের সংখ্যা বেড়েই চলেছে।
নির্বাচনের আগে চাকরির যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করতে পারে নি বর্তমান রাজ্যে বিজেপি সরকার।শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে।ছাএ- ছাত্রী বিদ্যালয়ে থাকলে ও শিক্ষক নেই। কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছে। কৃষকেরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। কর্মচারীরা ভালো অবস্থায় নেই। বামফ্রন্ট সরকারের আমলে বছরে দুইবার মহার্ঘ ভাতা দেবার ব্যবস্থা করেছিল আর এখন কর্মচারীরা বছরে দুইবার মহার্ঘ ভাতা পান কিনা জিজ্ঞেস করে জানতে চাইলেন মানিক সরকার। বিদ্যুতের প্রসঙ্গে বলতে গিয়ে বলেন বামফ্রন্ট সরকারের আমলে বিদ্যুৎ দপ্তরের ঘাটতি ছিল না।আর এখন গ্ৰামের মানুষ কয় ঘন্টা বিদ্যুৎ পায় জিজ্ঞেস করেন তিনি।
শহরের মানুষ কতবার লোডশেডিং এর যন্ত্রণায় অতিষ্টিত হন তা তুলে ধরেন তিনি। হাসপাতালে প্রয়োজনীয় ঔষধ নেই। রোগীরা হাসপাতালে গিয়ে ঔষধ পাচ্ছেনা। হাসপাতালে চিকিৎসক, নার্স সহ কর্মীদের অভাব। দেশের সরকার সারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করে চলেছে।সব মিলিয়ে রাজ্যের মানুষ, দেশের মানুষ ভালো নেই বলে উল্লেখ করেন। আগামী দিনে রাজ্যের মানুষ কে সঙ্গে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানান উপস্থিত নেতাকর্মীদের সামনে। বুধবার উদয়পুর শহরে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বায়নে মিছিলে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য পুলিশ প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।