আবারো পেট্রোল সংকটের মুখে রাজ্য! উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং-বদরপুর অংশে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারনে রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে রবিবার থেকে পেট্রোল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এর জন্য নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়া হয়েছে। এই রেশনিং ব্যাবস্থার মেয়াদ রাজ্যে রেলপথে পেট্রোল পরিবহন পরিষেবা পুনরায় চালু না হওয়া পর্যন্ত বহাল থাকবে।এমত অবস্থায় তেলের জন্য পেট্রোল পাম্প গুলিতে ক্রেতাদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়।
কিন্তু বটতলা, গনরাজ চৌমুহনি, দুর্গা বাড়ি ইত্যাদি পেট্রোল পাম্প গুলিতে তেল না থাকায় দুই একটি পেট্রোল পাম্পে প্রচুর পরিমাণে ক্রেতাদের দীর্ঘলাইন সকাল থেকেই পরিলক্ষিত হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেখানে ক্রেতারা গাড়ি ও দিচক্র যান নিয়ে লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষমান সেই সময় কিছু অসাধু ব্যবসায়ী তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য পেট্রোল পাম্প গুলির সঙ্গে যুগ সাজসে বাঁকা পথে ড্রাম ও বোতল নিয়ে হাজির পেট্রোল পাম্পে এবং সেখান থেকে উচ্চ দামে তেল বিক্রি করার জন্য তারা তেল নিয়ে যাচ্ছে।
সরকার ও মন্ত্রীকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেদার বিক্রি হচ্ছে ব্ল্যাকে পেট্রোল/ ড্রামে ও বোতলে পেট্রোল, চন্দ্রপুর সরলা পেট্রোল পাম্পে , দীর্ঘ লাইনে দাড়িয়ে পাচ্ছেনা গ্রাহকরা অথচ ড্রাম দিয়ে নিয়ে যাচ্ছে কালোবাজারিরা , মন্ত্রী সুশান্ত চৌধুরী কে এ বিষয়ে দেখার জন্য আবেদন জানান রাস্তা দাঁড়িয়ে থাকা গ্রাহকরা
তাদের অভিযোগ এভাবে হলে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা কেউ পেট্রোল পাবে না সব এভাবেই দুই নাম্বারি পথে বিক্রি হবে।