সুশাসনের রাজত্বে কানালবাড়ির ভূমিপুত্রের পানীয় জল পানকরার একমাত্র ভরসা পাহাড়ের ঝরেপড়া নোংরা আবর্জনার জল!
সাব্রুম মহকুমা, পৌয়াংবাড়ী আর.ডি.ব্লকের অন্তর্গত পৌয়াংবাড়ী এডিসি ভিলেজে দীর্ঘ ১৩ দিন যাবদ নির্জলা কানালবাড়ি এলাকায়, নেই বিদ্যুৎ এবং নেই পানীয় জল। জনগণ জলের সংকটে রাস্তা অবরোধ, ঠুটো জগন্নাথের ভূমিকায় স্থানীয় প্রশাসন। ৮-ই নভেম্বর শুক্রবার সকাল আটটি নাগাদ কানালবাড়ি এলাকার জনগণ রাস্তা অবরোধ করে বসে পৌয়াংবাড়ী থেকে মনু বাজার যাতায়াত করা মূল এই সড়কটি। তাদের অভিযোগ বিগত ১৩ দিন যাবত জলের অভাবে ভুগছে গোটা এলাকার ৮৫ টি পরিবারের লোকজন। বারংবার গোটা বিষয় সম্বন্ধে এডিসি ভিলেজের আধিকারিকদের জানানো হলেও কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন পঞ্চায়েত সেক্রেটারি সহ জনপ্রতিনিধিরা।
জনগণের বক্তব্য এ বিষয় সম্বন্ধে জানান দেওয়া হয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককেও। কিন্তু তাদের পক্ষ থেকেও নেই কোন হেল দোল। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে যোগাযোগ করলে জানা যায় তিনবার চিঠি দিয়ে জানানো হয় ডি.ডাব্লিউ.এসকে। কিন্তু গোটা বিষয় সম্বন্ধে ডি.ডাব্লিউ.এস.দপ্তরের পক্ষ থেকে কোন রকম সতত্বর পাওয়া যায়নি। যার কারনে শুক্রবার সকাল পথ অবরোধ করে বসে এলাকার বিক্ষুব্ধ জনগণ। পরবর্তী সময়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক চাপে পড়ে বেলা ১১ টা নাগাদ দেড় হাজার লিটার জল প্রেরণ করা হয় ৮৫ পরিবারের জন্য। খোঁজ খবর নিয়ে জানা যায় বিগত এক বছর ধরে এলাকার পাম্প অপারেটরের বেতন হচ্ছে না, সাথে