কৈলাসহরে যান দুর্ঘটনায় গুরুতর আহত এক এবং পলাতক চালক!
ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহরের ইরানি থানায় কর্মরত রাহুল দেবনাথ নামের এক এসপিও জওয়ান বাইকে করে শহরের উত্তরাঞ্চল থেকে ব্যক্তিগত কাজে শহরের দক্ষিণাঞ্চলে যাবার সময় বাবুরবাজার এলাকায় আসার পর রাস্তায় ওয়াহিদ আলী নামের এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে বাইক দাঁড় করিয়ে জানতে চান যে উনি কোথায় যাবেন? ওয়াহিদ আলীও ব্যক্তিগত কাজে শহরের দক্ষিণাঞ্চলে যাবেন বললে দুজনেই একই বাইকে করে বাবুরবাজার থেকে শহরের দক্ষিণাঞ্চলের দিকে রওনা দেন।
কৈলাসহরের কীর্তনথলি এলাকায় আসতেই ঘটে বিপত্তি। উল্টো দিক থেকে আসা একটি ট্রিপার (টিআর-০২-জি-১৯৩৭) গাড়ি সজোরে রাহুল দেবনাথের বাইককে (টিআর-০২-বি-৭৮৩৭) ধাক্কা দিলে দুজনেই বাইক থেকে ছিটকে পড়েন। রাহুল দেবনাথ অল্পবিস্তর আহত হলেও গুরুতর আহত হন ওয়াহিদ আলী। গাড়ির ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়লে উনার পা-ভেঙে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বাইক আরোহী দুজনকেই ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ আলীর এক্সরে করার পর নিশ্চিত হন যে উনার পা-ভেঙে গেছে এবং শরীরের অন্যান্য জখম গুরুতর। বর্তমানে ওয়াহিদ আলীর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসা চলছে এবং রাহুল দেবনাথকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রিপার গাড়ি ও বাইককে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে কৈলাসহর থানার পুলিশ। পুলিশ তদন্ত করছে তবে ট্রিপার চালক পলাতক বলে জানা গেছে। গোটা ঘটনায় কীর্তনথলি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে
বাইট- আহত যুবক।