আলোর উৎসব দীপাবলি উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা আত্মনির্ভর ত্রিপুরা আত্মনির্ভর ভারতের ডাক দিতে গিয়ে নিজেই নিজের জন্য মাটির প্রদীপ কিনলেন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যকে প্রকৃত অর্থে আত্মনির্ভর করার জন্য সরকারের উদ্যোগ বাস্তবায়িত করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান রাখলেন।
এখানে উল্লেখ করা প্রয়োজন মুখ্যমন্ত্রী আজ রাজধানীর নন্দননগর এলাকায় গিয়ে কোমর পাড়ার বিভিন্ন বাড়িতে সফর করলেন, এই পড়বে মাটির প্রদীপ সহ মাটির তৈরি বিভিন্ন সামগ্রীও কিনলেন মুখ্যমন্ত্রী নিজে।সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী দাবি করলেন তিনি অনুধাবন করতে পারছেন এ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের মৃৎশিল্পী থেকে শুরু করে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা বর্তমান সময়ের সরকারের বিভিন্ন যোজনার ফলে খুশি। বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের গ্রামীণ অর্থনীতিতে বিশেষ ইতিবাচক ভূমিকা রয়েছে এই দাবি করে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট সকলকেই আত্মনির্ভরতার দিকে এগিয়ে আসার আহ্বান রাখলেন।