সম্পূর্ণ হিন্দু শাস্ত্র মতে সকলের পরিচিত নন্দীকে সমাধিস্থ করলো এলাকাবাসী!বিলোনিয়া বনকর নদীর উত্তর পাড়ের সকলের পরিচিত মহাদেবের ষাঁড় নন্দী আজ দেহ রাখেন।
জানা যায় সকালে প্রান ত্যাগ করে বৃদ্ধ এই ষাঁড়টি, বার্ধক্যের কারণে দৃষ্টিশক্তি হারিয়ে এর আগেও ষাঁড়টি একটি গর্তে পড়ে যায়, সেখান থেকে এলাকাবাসী উদ্ধার করে, গতকালও পুনরায় একটি গর্তে পড়ে যায় সেখান থেকে আর উঠতে পারছিলো না, বিপর্যয় মোকাবেলা দপ্তর থেকে কর্মীরা এসে ষাঁড়টিকে উদ্ধার করে, পরবর্তী সময় পশু চিকিৎসকরা এসেছে চিকিৎসাও করে যায়, কিন্তু শেষ রক্ষা হলো না, শিবজ্ঞানে পূজা করা সকলের পরিচিত ষাঁড়টির মৃত্যু হয়, এখবর পেয়ে এলাকাবাসী থেকে শুরু করে শিবভক্ত প্রান মানুষ একত্রিত হয় বনকর এলাকায়।
এলাকার মা-বোনরা একত্রিত হয়ে উলুধ্বনি,শঙ্খ ধ্বনি,হর হর মহাদেব ধ্বনি তুলে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে সকলের প্রচেষ্টা ও সহযোগিতায় সম্পূর্ণ হিন্দু ধর্মের রীতি নীতি মেনে ব্রাহ্মণ দ্বারা পূজা অর্চনার মধ্যে দিয়ে শেষকৃত্য সম্পন্ন হয় ও সমাধিস্থ করা হয় সকলের পরিচিত শিব জ্ঞানে পূজিত ষাঁড় নন্দীকে।
আইসি নগর, সুকান্ত নগর, দক্ষিণ ভারত চন্দ্র নগর তিনটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় ছিল এর ঘোরাফেরা, বহু বছর যাবত বহু মানুষের বহু ফসল ঘরবাড়ি ক্ষতি করার পরও এলাকাবাসীরা ষাঁড় টিকে শিব জ্ঞানে পূজা করতেন, কখনো এর ক্ষতি করেননি কেউ, তাই এলাকাবাসীরা সকলেই আজ ভারাক্রান্ত,এই বিষয়ে বলতে গিয়ে উপস্থিত এক ভক্ত বলেন আগামী দিনেও যদি নন্দি বা এই ধরনের গোমাতা কোথাও যদি প্রান হারান হিন্দু শাস্ত্র মতে এভাবে সকলে এগিয়ে এসে মাটিতে সমাধিস্হ করার জন্য, তাহলে পরে হিন্দু শাস্ত্রের প্রতি শ্রদ্ধা দেখানোর হবে। এদিন নন্দীকে সমাধিস্থ করার জন্য হর হর মহাদেব ধ্বনিতে এলাকার জনগণ পুরুষ মহিলা ধর্মপ্রাণ ব্যক্তি সকলের উপস্থিতি ছিল লক্ষণীয়।