বোনের স্বামীর সাথে এক মহিলার অবৈধ সম্পর্কের বিচার করতে গিয়ে বিচার সভায় আক্রান্ত পাঁচ মহিলা। অভিযুক্ত মহিলা সহ ওনার ছেলের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে বিশালগড় থানাধীন মধ্য ব্রজপুর এলাকায়। জানা গেছে ওই এলাকার এক মহিলা তারই বোনের স্বামীর সাথে অবৈধ সম্পর্কের জড়িয়ে পড়ে। এর ফলে এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। স্থানীয়রা মহিলাকে বারবার এই বিষয়ে সতর্ক করলেও সে কারোর কথায় পাত্তা দিচ্ছিল না।
অবশেষে বৃহস্পতিবার রাতে মহিলাকে তার অবৈধ এই সম্পর্কের বিষয় নিয়ে বিচার সভার মাধ্যমে সতর্ক করতে গেলে মহিলা সহ তার ছেলে এলাকারই পাঁচ জন মহিলার উপর বিচার সভায় আক্রমণ চালায়। পরে আক্রান্ত মহিলাদের উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। পাশাপাশি অভিযুক্ত মহিলা সহ তার ছেলের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। ঘটনার কিছুক্ষণের মধ্যে এলাকা থেকে গা ঢাকাতে মহিলা সহ তার ছেলে। এলাকাবাসীর দাবী তুলেছেন উক্ত ঘটনা সাথে জড়িত অভিযুক্ত মহিলা সহ তার ছেলেকে যেন আইনগত ভাবে কঠোর শাস্তি দেওয়া হয়।