৫০ পাবিয়াছডা বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাস ও কুমারঘাট প্লে সেন্টারের যৌথ উদ্যোগে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে কুমারঘাট প্লে সেন্টারে রাজ্যভিত্তিক কাবাডি প্রতিযোগিতার আসর এবং এই টুর্নামেন্ট চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট কে সাফল্যমন্ডিত করে তোলার জন্য ১২ই ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার বিকেলে টুর্নামেন্ট কমিটির কর্মকর্তাদের দ্বারা আয়োজিত এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় কমিটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন এই টুর্নামেন্ট কে কেন্দ্র করে এখন অব্দি পুরুষ ও মহিলা বিভাগের ক্ষেত্রে এখন অব্দি ২৬ টি দল নথিভুক্ত হয়েছে এবং পুরুষ বিভাগের ক্ষেত্রে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে ৩০ হাজার টাকা, সঙ্গে ট্রফি দিয়ে শুভেচ্ছা জানানো হবে এবং রানার্সের হিসাবে যারা বিজয়ী হবে তাদেরকে ১৫ র হাজার টাকা, সঙ্গে ট্রফি দেওয়া হবে
এবং মহিলা বিভাগের যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে কুড়ি হাজার টাকা এবং ট্রফি দেওয়া হবে
এবং রানার্স এর ক্ষেত্রে ১০ হাজার টাকা সঙ্গে টফি দিয়ে উপহার দেওয়া হবে এই খেলা কে কেন্দ্র করে পুরুষ বিভাগের ক্ষেত্রে এন্ট্রি ফিশ ২ হাজার টাকা মহিলাদের বিভাগের ক্ষেত্রে ১ হাজার টাকা, তাছাড়া টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের য়ারা বেস্ট রাইডার এবং বেস্ট ডিফেন্ডার হিসেবে খেলবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে এবং সম্পূর্ণ ম্যাচের যারা বেস্ট ডিফেন্ডার বেস্ট রাইডার হবে তাদেরকেও টুর্নামেন্ট কমিটির তরফ থেকে পুরস্কৃত করা হবে বলে সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান কমিটির কর্মকর্তারা এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির পক্ষে দীপঙ্কর গোস্বামী, সুমিত দেব ওরফে পপি, কার্তিক দাস সহ এলাকার অন্যান্য ক্রিডা প্রেমীরা ও উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য আয়োজক কমিটির মধ্যে জোর প্রস্ততি চলছে ।