রবিবার বিকালে কমলপুর ৪৫ নং কেন্দ্রের পাঁচ নং বুথ তথা সংখ্যালঘু মুসলিম অধুয়সিত গঙ্গানগর গ্রামে আট পরিবারের বত্রিশজন ভোটার সি পপি আই (এম )দল ত্যাগ করে বিজেপি তে সামিল হয়।
ওই সভায় যোগদান কারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব। উপস্থিতি ছিলেন, দূর্গাচৌমুহনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস, প্রভারি উত্তম অধিকারী, কমলপুর মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মনোজ কান্তি দেব বলেন, সংখ্যালঘুরা বিজেপি কে ভোট দেয়না এই কথাটা ভুল। কারণ ২০১৮ সালে এই পাঁচ নং বুথে দলীয় প্রার্থী হিসাবে দুই শতাধিক ভোটে পিছিয়েছিলাম। কিন্তু ২০২৩ বিধানসভা নির্বাচনে এই পাঁচ নং বুথে দলের প্রার্থী হিসাবে আমি শতাধিক ভোট বেশি পেয়েছি। তাই মুসলিমরা বিজেপি কে পছন্দ করেনা এই কথাটি ভুল। তিনি বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ৩৫০ টি আসন পাবে। কারণ মোদী হে তো মুমকিন হে। তিনি যারা দলে এসেছেন তাদেরকে বলেন সময় নস্ট না করে কাজে লেগে পড়ুন। যারা এখনো সি পি এমে আছেন তাদেরকে বলবো আসুন বিজেপি’র হাতকে শক্তিশালী করুন।
Cpim ছেড়ে bjp তে শামিল
Leave a comment