উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে ছোট্ট রাজ্য ত্রিপুরার নাম উজ্জ্বল করলো এন এস এস -এর প্রতিনিধিরা। এতে খুশীর আবহ সর্বত্র। সাতদিনের ক্যাম্প শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের দশজন এন এস এস প্রতিনিধি রেল যোগে ত্রিপুরার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলে খবর। প্রসঙ্গত গোটা দেশের পনেরোটি রাজ্যের বিভিন্ন স্কুল এবং কলেজের এন এস এস ভলান্টিয়ারদের নিয়ে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের দেরা নাথুঙ কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাতদিনের জাতীয় সংহতি শিবির।
উক্তসাতদিনের শিবিরে গোটা দেশের পনেরোটি রাজ্যের বিভিন্ন স্কুল এবং কলেজ থেকে এন এস এস -এর দুইশ জন ভলান্টিয়ার অংশগ্রহণ করে। উক্ত শিবিরে যোগদানের জন্য ত্রিপুরা রাজ্য থেকে দশজন এন এস এস ভলান্টিয়ার ডাক পায়। ওই দশজনের মধ্যে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে নির্বাচিত হয় আটজন এন এস এস ভলান্টিয়ার। দুইজন নির্বাচিত হয় রাজধানীর এমবিবি কলেজ থেকে। রাজ্যের ওই দশজন ভলান্টিয়ারকে নিয়ে গাইড তথা গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এন এস এস -এর প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ পাঁচই জানুয়ারী ইটানগরে অনুষ্ঠিত সাতদিনের ওই জাতীয় সংহতি শিবিরে অংশগ্রহণ করেন।
এগারো জানুয়ারী বৃহস্পতিবার ছিল শিবিরের সমাপ্তি দিন। ওই সাতদিনের বিভিন্ন অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্য দল নাচ গান আচার আচরণ, অন্যান্য সামাজিক কাজকর্মে বেশ দক্ষতা দেখাতে সমর্থ হয়।বৃহস্পতিবার বেলা এগারোটায় ওই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সমাপ্তি অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে আসাম, গৌহাটি, অরুণাচল এবং ইটানগরের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর, এন এস এস -এর কর্মকর্তা এবং কমিশনার সহ বিভিন্ন মান্যবর্গরা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে সমাপ্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। কয়েকজনের সংক্ষিপ্ত আলোচনার পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
পনেরোটি রাজ্যের মধ্যে সুশৃঙ্খল টিম হিসাবে বিবেচিত হন ত্রিপুরা রাজ্যের এন এস এস টিম। দ্বিতীয় স্থান দখল করে নেয় রাজ্য দল। আরো সুখবর পনেরোটি রাজ্যের মধ্যে ট্রেডিশনাল নৃত্য তথা হজাগিরি নৃত্যে চতুর্থ স্থান দখল করে নেয় ছোট্ট ত্রিপুরার এন এস এস -এর ভলান্টিয়াররা। এতে খুশীর জোয়ার সর্বত্র। পনেরোটি রাজ্যের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে দুইটি পুরস্কার এবং শংসাপত্র ঝুলিতে ভরা চারটি কথা নয়। ওই দশজন প্রতিনিধি এবং গাইডএর প্রতি ত্রিপুরাবাসির ভালোবাসা রইলো। জানা গিয়েছে বৃহস্পতিবার সমাপ্তি অনুষ্ঠান শেষে আমাদের রাজ্য দল সন্ধ্যায় রেলযোগে ত্রিপুরার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। শনিবার সকাল নাগাদ ত্রিপুরায় পৌঁছার কথা রয়েছে।