রাম মন্দিরের উদ্ভোধনকে কেন্দ্রকরে পায়েহেটে সাব্রুম থেকে ধর্মনগরের উদ্দ্যোশ্যে রওনাহলো একব্যক্তি। আগামী ২২ শে জানুয়ারী অযোধ্যায় রামমন্দিরের শুভ উদ্ভোধন করাহবে।
রামমন্দিরের উদ্ভোধনকে কেন্দ্রকরে উদয়পুর বেলতলীর বাসিন্দা মাধাই দত্ত পদযাত্রা শুরুকরলো। সোমবার মাধাইদত্তকে শান্তির বাজার মহকুমার মনপাথর বাজারে দেখাগেলো। মাধাই দত্তের নিকট উনার এই পদযাত্রা সম্পর্কে জানতে চাইলে তিনিজানান আগামী ২২ শে জানুয়ারী রাম মন্দির উদ্ভাধন হবে তাই তিনি সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত পদযাত্রা করার সিদ্ধান্ত হাতেনিয়েছেন।
তিনি জানান সাব্রুম থানা থেকে উনার পদযাত্রা শুরু করেছে। আজকে এই পদযাত্রা মনপাথর বাজার পর্যন্ত পৌঁছেছে। জয় সীয়ারাম, জয় জোওয়ান জয় কিষান শ্লোগানকে সামনেরেখে উনার এই পদযাত্রা। এই পদযাত্রাকে কেন্দ্রকরে মাধাই দত্তের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।