গত ছয় সেপ্টেম্বর থেকে রাংলং ইয়ুথ ক্লাবের উদ্যোগে নায়াগাঙ্গ ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছিল ভাংলাই নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সিজন। এই ফুটবল টুর্নামেন্টে আসাম ও ত্রিপুরা মিলিয়ে মোট ৫৪ টি টিম অংশগ্রহণ করেছে। যার মধ্যে রয়েছে উত্তর জেলার ধারচৈ, বৈঠাংবাড়ি, ভাল্লুকছড়া, নোয়াগাঙ্গ, ঝাড়ইল মুড়া, পুলিশ টিম সহ আসামের বেশ কয়েকটি জনপ্রিয় ফুটবল দল। এই টুর্নামেন্টের দ্বিতীয় পর্যায়ের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয় বুধবার বিকাল চার ঘটিকায়। যেখানে পুলিশ টিম বনাম বৈঠাংবাড়ি দ্যা বয়েজ টিম মুখোমুখি হয়। এই খেলায় দ্বিতীয়ার্ধে ৪০ মিনিটের মাথায় পুলিশ টিমের পক্ষে প্রথম গোল করে কিষাণ এবং ৬৫ মিনিটের মাথায় অপর গোলটি করে পাওয়ান। এই খেলায় পুলিশ টিম দুই শূন্য গলে জয়ী হয়। উত্তর জেলা ফুটবল এসোসিয়েশনে সম্পাদক ডানিয়াল রাংলং ও রাংলং ইয়ুথ ক্লাবের সভাপতি বাবুরিং রাংলং জানিয়েছেন, আগামী ৯ অক্টোবর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের সাংসদ রেবতী ত্রিপুরা সহ এলাকার বিধায়ক।