আগরতলা , ২৩ সেপ্টেম্বর : সরকারি অর্থ নয়ছয় করে প্রায় এক বছর পর গ্রেপ্তার হলেন পঞ্চায়েত সচিব। তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কৈলাশহর থানার পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্ত পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে বিগত বছর ২৯ অক্টোবর মামলা করেছিলেন গৌরনগর বিডিও। কাজ না করে সরকারি প্রায় ৩৭ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ দায়ের করা হয়। প্রায় এক বছর পর পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত পঞ্চায়েত সচিবকে। ঘটনা কৈলাসহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে। ধৃত পঞ্চায়েত সচিব ইয়ামির আলীকে ইরানি থানার পুলিশ শনিবার দুপুরে কৈলাসহরের আদালতে প্রেরণ করে।
এই ঘটনা সম্পর্কে ইরানি থানার ওসি জানান, বিগত বছরের অক্টোবর কৈলাসহরের গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী ইরানি থানায় লিখিত অভিযোগ জানান, গৌরনগর ব্লকের অধীনে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন পঞ্চায়েত সচিব ইয়ামির আলী শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ২০১৬-২০১৭ এবং ২০১৯-২০২০ অর্থ বছরে কুড়িটি টিউব ওয়েল এবং তেরোটি বাঁশের পেলাসেটিং-এর কাজ না করে ৩৬ লক্ষ ৮৫ হাজার টাকা পঞ্চায়েত সচিব ইয়ামির আলী লুটেপুটে খেয়ে নেয়।
যা পরবর্তী সময়ে দপ্তরের অডিটে ধরা পড়ে এবং বিডিও পঞ্চায়েত সচিব ইয়ামির আলীকে চাকুরি থেকে বরখাস্ত করেন। পরবর্তী সময় গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী ইরানি থানায় লিখিত মামলা করার পর থেকে পঞ্চায়েত সচিব ইয়ামির আলী পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ায়। প্রায় এক বছর পর পঞ্চায়েত সচিব ইয়ামির আলীকে কৈলাসহর থানার অন্তর্ভুক্ত পোল্ট্রি বাজার থেকে গ্রেফতার করে ইরানি থানায় নিয়ে গিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে। শনিবার দুপুর দুইটায় ইরানী থানার পুলিশ পঞ্চায়েত সচিব ইয়ামির আলীকে কৈলাসহরের আদালতে তোলা হয়।