ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্বচ্ছতা সপ্তাহ পালন করা হচ্ছে। তার অঙ্গ হিসেবে পুর পরিষদের প্রতিটি ওয়ার্ডে স্বচ্ছতা বিষয়ক অনুষ্ঠান সপ্তাহের প্রতিদিন অনুষ্ঠিত হয়ে চলেছে। কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই এক সপ্তাহ স্বচ্ছতা সপ্তাহ হিসেবে পালন করা হবে। তারই অঙ্গ হিসাবে প্রতিদিন পুরপরিষদ এলাকায় বিভিন্ন ধরনের কর্মসূচি প্রণয়ন চলছে। পুরপরিষদের চীফ এক্সিকিউটিভ অফিসার বিবেক এইচকে জানান কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১ লা অক্টোবর সকাল ১১ টা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টা স্বচ্ছতা ই-সেবা অনুষ্ঠানের জন্য সমগ্র দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান জানিয়েছেন। এই অনুষ্ঠানের জন্য ধর্মনগর পুর পরিষদ ইতিমধ্যেই নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছে। এদিকে পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মনগর বড় কালীবাড়ি রোডে বিভিন্ন ধরনের অংকনের এবং স্বচ্ছ ভারত অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে বিশেষ মর্যাদা সহকারে পালন করেন।