আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। খোয়াইয়ের সীমান্ত এলাকা উত্তর দুর্গানগরে কাঁটাতারের বেড়া কেটে সীমান্ত ডিঙিয়ে এসে বাংলাদেশের গরু চোরেরা দুই গৃহস্থের বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। পরিবারের লোকজনরা ঘটনা টের পেতেই ঘর থেকে পালিয়ে যায় চোরের দল এবং গরু চুরি করতে ব্যর্থ হয়।
ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই থানাধীন উত্তর দুর্গানগরে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় দুই গৃহস্থ মহেশ দেবনাথ ও মুকুন্দ দেবনাথের গোয়াল ঘরের সীধকেটে ঘর প্রবেশ করে চোরের দল। পরিবারের লোকজন টের পেতেই চোরের দল ঘর থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা সঙ্ঘবদ্ধভাবে বেরিয়ে পড়ে ঘর থেকে। এরপরই তারা লক্ষ্য করেন কাঁটাতারের বেড়া কাটা। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ-র ভূমিকা নিয়েও এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করেছেন। সীমান্তে কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও কিভাবে চোরের দল কাঁটাতারের বেড়া কেটে ভেতরে প্রবেশ করছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
এলাকাবাসীর অভিযোগ, সীমান্তে কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে চোরেরা কাঁটাতারের বেড়া কেটে এ ধরনের চুরির ঘটনা সংঘটিত করে চলেছে। বিএসএফের নজরদারির অভাবে বাংলাদেশের চোরের দল এ ধরনের ঘটনা সংঘটিত করতে সক্ষম হচ্ছে বলে অভিযোগ। সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের প্রত্যাশা ছিল যেহেতু সীমান্তে কাঁটাতারের বেড়া রয়েছে এবং সীমান্ত পাহারা দায়িত্বে বিএসএফ জওয়ানরা রয়েছে সেহেতু তারা নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারবেন। কিন্তু এ ধরনের চুরির ঘটনায় তাদের রাতের ঘুম উবে গেছে। সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বেড়ে চলেছে। সীমান্তে বিএসএফের টহলদারী ও নজরদারি বাড়ানোর জন্য সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে। উল্লেখ্য খোয়াই শহর সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে প্রায় প্রতিরাতেই চুরির ঘটনা ঘটে চলেছে। ঘটনায় রাতের নিরাপত্তা আরো জোরদার করার দাবি উঠেছে এলাকাবাসীর তরফে।