ভারত ও ফ্রান্স সোমবার ভারতীয় নৌবাহিনীর জন্য প্রায় ৬৩,০০০ হাজার কোটি টাকা ব্যয়ে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে।বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে মোতায়েনের জন্য ফরাসি প্রতিরক্ষা সংস্থা দাসো অ্যাভিয়েশনের কাছ থেকে এই জেট কিনছে ভারত। এর আগে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস) চলতি মাসে ২২টি এক আসনের রাফাল এম যুদ্ধবিমান এবং দুই আসনের চারটি ট্রেনার্স কেনার চুক্তিতে অনুমোদন দিয়েছে। ফরাসি বিমান নির্মাতা দাসো অ্যাভিয়েশনের তৈরি বিমানটি নৌবাহিনীর জরুরি প্রয়োজন মেটাতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে আমদানি করা হচ্ছে যতক্ষণ না ভারত তার নিজস্ব টুইন-ইঞ্জিন ডেক-ভিত্তিক ফাইটার তৈরি করে