দীর্ঘদিন পর আবারও বিলোনিয়াতে আটক হল এক নাইজেরিয়ান নাগরিক। নাইজেরিয়ার নাগরিকের কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার হয়। যার মধ্যে তিনটি এন্ড্রয়েড এবং একটি কিপ্যাড মোবাইল। গতকাল রাত প্রায় সাড়ে আটটা নাগাদ বিলোনিয়া রেল স্টেশন থেকে সন্দেহজনক অবস্থা দেখতে পেয়ে বিলোনিয়া বিওপির ৪৩ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী সময়ে বিলোনিয়া থানাতে নিয়ে গেলে যেহেতু রেল স্টেশনে আটক করা হয়েছিল তাকে তাই জিআরপি থানাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ।
আজ বিএসএফ তাকে জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেয়। আটক নাইজেরিয়ান নাগরিকের নাম ফ্রান্সিস ওডোকো(৪১)। সে জানায় ২০১৯ সালে সে ভারতবর্ষে আসে। সাইবার ক্রাইম এর সাথে যুক্ত রয়েছে এই নাইজেরিয়ার নাগরিক। ২০২১ সালে চন্ডিগড় পুলিশ তাকে সাইবার ক্রাইম মামলায় আটক করে। সেই সময় থেকে তিন বছর চন্ডিগড় জেলে বন্দি ছিল সে। গত ২০২৪ সালের নভেম্বর মাসে চন্ডিগড় জেল থেকে মুক্তি পাওয়ার পর দিল্লি সহ বিভিন্ন শহরে বাস করতে থাকে। তার স্ত্রী ও সন্তান নাইজেরিয়াতে রয়েছে। তাই বর্তমানে নাইজেরিয়া তে যাওয়ার জন্য তার এক নাইজেরিয়ান বন্ধুর কথা মত সে বাংলাদেশ হয়ে নাইজেরিয়ায় ফিরে যাওয়ার জন্য গতকাল রাতে ট্রেনে করে দিল্লি থেকে আগরতলা হয়ে বিলোনিয়া রেল স্টেশনে এসে পৌঁছায়।
উদ্দেশ্য একটাই বিলোনিয়ার কোন এক সীমান্ত ডিঙিয়ে যেকোনোভাবে বাংলাদেশে চলে যাওয়া। বিএসএফ ই নাইজেরিয়ার নাগরিককে জিআরপি থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং পাসপোর্ট একটা মামলা নিয়ে তাকে বিলোনিয়া আদালতে প্রেরণ করে। এ বিষয়ে জিআরপি থানার ওসি মৃণাল কান্তি ভৌমিক নিজ প্রতিক্রিয়ায় বিস্তারিত তুলে ধরেন। তবে সাইবার ক্রাইম এর মত একটি মারাত্মক অপরাধী নাইজেরিয়ার নাগরিক বিলোনিয়া রেল স্টেশনে আটক হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এখন দেখার বিষয় আদালত এই ধরনের অপরাধীকে আটক করতে এবং সাজা দিতে কি ধরনের ভূমিকা গ্রহণ করে।