কমল সোনার দাম দেখে নিন ১ গ্রাম কিনতে কত কম খরত হবে ৷সাধারণের জন্য বড় খুশির খবর ৷ গত শুক্রবার অর্থাৎ ৪ এপ্রিল ২০২৫ তারিখে সোনার মূল্য ৩ শতাংশেরও বেশি কমে গিয়েছে। যার জেরে এক সপ্তাহে সোনার দাম বাড়তে পারেনি। আসলে গ্লোবাল মার্কেটে বড়সড় পতন এবং বাণিজ্য যুদ্ধ বৃদ্ধির ফলে মন্দার ঝুঁকিও বাড়ছে।বর্তমান সময়ে যারা সোনার গয়না বা রুপো কেনার পরিকল্পনা করছেন তাদের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে ৷
সোনা কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগার জোগাড় মধ্যবিত্তের ৷ তার মধ্যে কিছুটা দাম কমলে অনেকটাই স্বস্তি পেয়ে থাকেন সাধারণ মানুষ ৷বাজার অনুযায়ী সোনার দাম কখনও বেড়ে যায়, কখনও তা আবার কম হয়ে আসে। সোনার দাম পর্যায়ক্রমে পর্যলোচনা করা হয়। আর মার্কেটের গতিশীলতার উপর ভিত্তি করে তা অ্যাডজাস্ট করা হয়। এই ফ্যাক্টরগুলির মধ্যে অন্যতম হল ডলার সূচক এবং বিশ্বব্যাপী সোনার মূল্য।তবে, যতই কম হোক না কেন, আদতে এই হলুদ ধাতু বহমূল্যই, চাইলেই তা কেনা সবার পক্ষে সম্ভব নয়।
সম্প্রতি ভারতে সোনার দাম সব রেকর্ড ভেঙে ফেলে এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছিল।মার্কেট বিশেষজ্ঞদের মতে আগামী দিনে ১০ গ্রাম সোনার দাম ১ লাখ টাকা ছুঁতে পারে। এর জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। চলতি বছরে মানে ২০২৫ সালের শেষ দিকেই এমন হবার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই যাঁরা সোনা কেনার কথা ভাবছেন, তাঁদের এখনই কেনাকাটা করে রাখা উচিত।মঙ্গলাবর ৮ এপ্রিল কমল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৮৩৫০ টাকা হয়েছে ৷
১৮ ক্যারেটের দাম ৬৮৫৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৯০২৬৪ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷