দীর্ঘ ১২ বছর পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর সদর দপ্তরে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যখন শেষবার এখানে এসেছিলেন, তখন ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী।এরপর কেটে গিয়েছে একটা যুগ, আর তার মধ্যেই মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী পদ অবধি উঠে এসেছেন তিনি। রবিবার নাগপুরের RSS সদর দপ্তর থেকে ভাষণ দেন মোদী।
নাগপুরের RSS সদর দপ্তরে এসে সঙ্ঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার ও এম এস গোলওয়ালকরকে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদী। তিনি ডঃ বি.আর. অম্বেদকরের মূর্তিতেও শ্রদ্ধাঞ্জলি দেন। ভাষণের শুরুতেই মহারাষ্ট্রবাসীকে গুড়ি পাড়ওয়ার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি, সঙ্ঘের সদস্যদের শতবর্ষ পূর্তিরও শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন,সঙ্ঘের এই শতবর্ষের যাত্রা গৌরবময়। যে বীজ ১০০ বছর আগে বোপন করা হয়েছিল, তা আজ আধুনিক ভারতের অক্ষয় বটবৃক্ষে পরিণত হয়েছে।
যা আমাদের সংস্কৃতি, রাষ্ট্রীয় চেতনাকে উজ্জ্বল করে তুলছে।” RSS-এর প্রশংসা করে মোদী বলেন, যেখানে সেবা গ্রহণকারীরা রয়েছেন, সেখানেই স্বয়ংসেবক। মহাকুম্ভে দেখেছিলাম কীভাবে নেত্রকুম্ভ খুলে মানুষের সাহায্য করছে RSS। এটা সত্যিই প্রশংসাযোগ্য।” তিনি আরও বলেন,”আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এমন একটা সংগঠন, যা সমাজের অন্তর্দৃষ্টি ও বাহ্যিক দৃষ্টির জন্য কাজ করছে।”
মোদী তাঁর ভাষণে পূর্বতন কংগ্রেস সরকারকে আক্রমণ করে বলেন “ইংরেজদের তৈরি আইন আমরা বদলে দিয়েছি। ভারত এতদিন যে দাসত্বের মধ্যে দিয়ে গিয়েছে, তা আমরা ভেঙে দিয়েছি। সংসদের সম্মুখে এখন রাজপথ নেই, কর্তব্যপথ রয়েছে।”তিনি আরও বলেন, “আমাদের নৌসেনার মধ্যেও দাসত্বের ছাপ ছিল, যা আমরা সরিয়ে দিয়েছি।