প্রথমবারের মতো ব্যাপক উৎসাহের সাথে বিরাট অংশের সাধারণ মানুষের সদর্থক অংশ গ্রহণের মধ্য দিয়ে রাজধানী আগরতলার বিটি কলেজ মাঠে আয়োজিত হল রাজ্যভিত্তিক বসন্ত উৎসব। ঋতুরাজ বসন্তের আগমনকে স্মরণীয় করে রাখতে একে অপরের তথা পারস্পরিক মেলবন্ধনের ভীত কে বলিষ্ঠ করার জন্য এই বিশেষ আয়োজন আজকে নতুন ত্রিপুরার নিরিখে এক অনন্য বার্তা বলে প্রায় প্রকাশ্যে অভিমত প্রকাশ করতে দেখা গেছে অনেককেই।
রাজ্যভিত্তিক বসন্ত উৎসবের আয়োজনে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, তথ্যসংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে প্রমুখ উপস্থিত ছিলেন।এই বসন্ত উৎসবের আয়োজনে নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা গুরুত্বপূর্ণ এই আয়োজন অত্যন্ত প্রাসঙ্গিক বলে আখ্যায়িত করেন, বিশেষ করে বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তাকে তুলে ধরার জন্য সকল অংশের মানুষের অংশগ্রহণ আজকের এই বসন্ত উৎসবে অনন্য মাত্রা জোগাড় করেছে বলে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য।
আলোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ঘুরিয়ে বিরোধী রাজনৈতিক দলকেও সমালোচনা করার পাশাপাশি দাবি করেন এই সময়ের মধ্যে গোটা দেশ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিক নির্দেশনায় বলিষ্ঠ গতিতে এগিয়ে চলেছে। বসন্ত উৎসবের রাজ্যভিত্তিক আয়োজনের পরিপ্রেক্ষিত নিয়ে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে আগামী দিনে আরো বেশি করে প্রচার এবং প্রসার সহ এই উৎসবের বার্তা কে সার্বিক দৃষ্টিকোণ থেকে প্রসারিত করার আহ্বান রাখেন। এই বসন্ত উৎসবে বিভিন্ন বয়সের শিল্পীরা নানা আয়োজনের মধ্য দিয়ে গোটা উৎসবকে সত্তিকারের অর্থে রাঙ্গিয়ে দিয়েছে বলা যায়।