বারুনী মেলা উপলক্ষে মুহুরী নদীর জলে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু সায়ন পাল নামে ১৮ বৎসরের এক যুবকের। এলাকায় গভীর শোকের ছায়া।ঘটনায় প্রকাশ বৃহস্পতিবার ছিল বারোনীর স্নান। বারোনির স্নান করতে বিলোনীয়ার আর্য্য কলোনী এলাকার যুবক সায়ন পাল তার বন্ধুদের সাথে বিলোনীয়া মুহুরী নদীর মনুরমুখ ঘাটে যায়।
জানাগেছে সায়ন পাল ও তার বন্ধুরা নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে বল খেলছিল। হঠাৎ নদীর জলে বল ধাওয়া করতে গিয়ে জলের পাকে পরে গিয়ে জলের নীচে তলিয়ে যায়। প্রায় দুই ঘন্টা খোঁজাখুঁজির পর নদী থেকে সায়নকে উদ্ধার করে বিলোনীয়া ফায়ার সার্ভিসের কর্মীরা বিলোনীয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়নকে মৃত বলে ঘোষনা করে।বর্তমানে সায়ন পালের মৃত দেহ বিলোনীয়া হাসপাতালের মর্গে রয়েছে।
গত আগষ্ট মাসে ভয়াবহ বন্যায় বিলোনীয়া মুহূরী নদীর গভীরতা বেড়ে যায় এবং নদীর জল ও স্রোত উভয় বেড়ে যায়। বৃহস্পতিবার বারোনী স্নানকে কেন্দ্র করে মুহুরী নদীর বিভিন্ন ঘাটে স্নান তর্পন করা হয় যাকে ঘিরে হয় মেলা। নদীর এই ভয়াবহ রূপ থাকা সত্বেও প্রশাসনের কঠোর নজর দারি ও প্রয়োজনীয় সুরক্ষা ব্যাবস্থা রাখা হয়নি বলে অভিযোগ প্রত্যক্ষ দর্শিদের। প্রশাসনের দুর্বলতার কারণেই সায়ন পালের জলে ডুবে মৃত্যু বলে মনে করছে প্রত্যক্ষ দর্শিরা। সায়ন পালের মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানায় শুক্রবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।