রাজ্যের বাজেটকে ‘জনবিরোধী, অন্তঃসারশূন্য ও উদ্দেশ্যহীন’ বলে কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শুক্রবার রাজ্য সরকারের বাজেট প্রস্তাব পেশ হওয়ার পর তিনি এই মন্তব্য করেন।
বিরোধী দলনেতার অভিযোগ, বাজেটে টাকার অঙ্ক বিশাল হলেও বাস্তবে জনগণের কোনো উপকার হবে না। বিগত বছরগুলোর অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, বাজেটের ফলে রাজ্যের সম্পদ সৃষ্টির ক্ষেত্রে ইতিবাচক কোনো পরিবর্তন আসেনি। এবারের বাজেটও তার ব্যতিক্রম নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, গত সাত বছরে যারা লুটপাট চালিয়েছে, তাদের সুবিধা করে দিতেই বিভিন্ন প্রকল্প সাজানো হয়েছে। বাজেটে রাজ্যের পিছিয়ে পড়া জনগণের উন্নয়নের কোনো দিশা নেই বলে তিনি দাবি করেন।