দিনের পর দিন গোটা কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রায় প্রতিটা প্রান্তরে শাসকের রাজনৈতিক থাবায় ক্ষতবিক্ষত হতে হতে রীতিমতো অস্তিত্ব সংকটের মুখে সিপিআইএম কংগ্রেস সহ বিরোধী শিবির। এবার সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজের সর্বং বাজারে এক সভার মধ্য দিয়ে ৩৩ পরিবারের ৯৭ জন ভোটার বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ত্যাগ করে হাতে তুলে নিলেন গেরুয়া পতাকা।
নবাগতদের ভারতীয় জনতা পার্টির শিবিরে বরণ করার জন্য উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, দলের মন্ডল সভাপতি নিতাই বল, জনজাতি নেতৃত্ব ইন্দ্রানী দেববর্মা, মন্ডল কমিটির সহ-সভাপতি পূর্ণেন্দু ভট্টাচার্য প্রমুখ। নবাগতদের নিজ দলে বরণ করে উচ্ছ্বাসপূর্ণ ভঙ্গিতে বিধায়ক পিনাকী দাস চৌধুরী দাবি করলেন নিশ্চিতভাবে তেত্রিশ পরিবারের 97 জন ভোটারের অন্তর্ভুক্তি গোটা বিধানসভা জুড়ে শাসক শিবির কে আরো বেশি শক্তিশালী করল।
পাশাপাশি বিধায়ক দাবি করলেন যেভাবে গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদির নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে তার নিরিখে প্রায় প্রতিদিন বিরোধী রাজনৈতিক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির শিবির যোগদান অব্যাহত।
এখানে উল্লেখ করা প্রয়োজন আগামী ২০শে মার্চ বিজেপি দলের জনজাতি মোর্চার কল্যাণপুর প্রমোদনগর মন্ডল কমিটির উদ্যোগে মন্ডল এলাকার বৈরাগী পাড়া স্কুল মাঠে এক শহীদ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই শহীদ সমাবেশের বার্তা গোটা মণ্ডল এলাকায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি সংঘটিত হচ্ছে। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসেবে আজকের বাজার সভার মধ্য দিয়ে এই দলত্যাগ বলে বিজেপি দল সূত্রে দাবি।