রাষ্ট্রপতি শাসনের অধীনে থাকা মণিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ৮ মার্চের মধ্যে রাজ্যের সমস্ত রাস্তায় অবাধ চলাচল নিশ্চিত করতে হবে। কেউ যদি রাস্তা আটকানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যপাল অজয় ভাল্লা, মণিপুর সরকারের শীর্ষ আধিকারিক, সেনাবাহিনী ও প্যারামিলিটারির প্রতিনিধিরা। বৈঠকে মণিপুরের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং রাজ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মণিপুরকে মাদকমুক্ত করতে মাদক চক্রের পুরো নেটওয়ার্ক ধ্বংস করা হবে। কেন্দ্রীয় সরকার রাজ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।
উল্লেখ্য, গত মাসেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং, যার পর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। এই বৈঠক ছিল রাষ্ট্রপতি শাসন জারির পর প্রথম উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা।