টিসিএস অফিসাররা ডেলিভারির অন্তিম ব্যক্তি। কারণ সরকার যখন জনস্বার্থে কোন একটি সিদ্ধান্ত গ্রহণ করে তখন সে সিদ্ধান্ত কার্যকর করা এবং অন্তিম ব্যক্তিত্ব পর্যন্ত নিয়ে যায় এই টিসিএস অফিসাররা। শনিবার রাজধানীর দশমীঘাট এলাকায় ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রেখে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, তারা সারা বছরই এ ধরনের সামাজিক কর্মসূচি করে থাকে।বিভিন্ন সময় দেখা গেছে দুঃস্থ পরিবারের ছাত্র-ছাত্রীদের পাশেও তারা দাঁড়ায় ।
পাশাপাশি লক্ষ্য করা গেছে তারা বিভিন্ন সময় মুমূর্ষ রোগীদের জন্য রক্ত দান করে থাকে। অর্থাৎ তারা সব সময় মানুষের পাশে থাকে। মুখ্যমন্ত্রী আরো বলেন, ত্রিপুরা রাজ্যের মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সরকার কাজ করছে। তিনি বলেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় লক্ষ্য হলো মহিলাদের উন্নয়ন। তাদের উন্নয়ন না হলে কোন রাজ্য বা দেশ এগিয়ে যেতে পারে না। ত্রিপুরা রাজ্যের প্রায় চার লাখ মহিলা এস এস জি -র সাথে জড়িত। এর দ্বারা গ্রামের মহিলারাও স্বাবলম্বী হচ্ছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী টিসিএস অফিসারদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের উপর আস্থা রয়েছে মানুষের।সে আস্থা যাতে বজায় থাকে সেই ভাবে কাজ করার জন্য। জি টুয়েন্টি এবং এন এস সি সহ সব ক্ষেত্রেই বর্তমান সরকার প্রশংসা কড়িয়েছে। এর জন্য টি সিএস অফিসারদের ভূমিকা অপরিসীম বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে দশমীঘাট এলাকার দুঃস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, টি সি এস অফিসার অসীম সাহা।