এই রাস্তাটি কোন এক পুরনো ভাঙ্গা সড়ক তাইতো?তাহলে আপনি ভুল ভাবছেন… এই সড়ক নির্মাণ করা হয়েছিল মাত্র একমাস পূর্বে। সড়কটি হলো ধলাই জেলার লংতরাইভ্যেলী মহকুমার মনু PWD র অন্তর্গত ছৈলেংটা ফায়ার সার্ভিস থেকে ছৈলেংটা ভাঙ্গা মোরা স্কুল ২কিলো মিটার সড়ক। বর্তমানে ত্রিপুরা রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকারের আমলে একাংশ ঠিকেদার সরকারি কর্মচারী ও চুনোপুটি নেতাদের সঙ্গে হাত মিলিয়ে দুর্নীতি কি পর্যায়ে করে যাচ্ছে এর থেকে সম্পূর্ণ আয়নার মতো পরিষ্কার। জানা যায় ২০২২ সালে ধলাই জেলার লংতরাইভ্যেলী মহকুমার মনু PWD অন্তর্গত ছৈলেংটা ফাইরা সার্ভিস তেকে ছৈলেংটা ভাঙ্গা মোরা স্কুল ২কিলো মিটার সড়ক নির্মাণের টেন্ডার পায় স্থানীয় ঠিকেদার গৌড় গোবিন্দ সাহা।
টেন্ডার পাওয়ার পর টিকেদার গৌর গোবিন্দ সাহা, বহু তালবাহানা করে ২০২৪ এর অক্টোবর মাসে কাজ সম্পন্ন করে কাজের বিল হাতিয়ে নেয়। কিন্তু সড়ক নির্মাণ করার এক মাস পর ঐ রাস্তা বেহাল দশায় পরিণত হয়ে যায়। স্থানীয় মানুষদের শুরু থেকেই অভিযোগ ছিল এই রাস্তা নির্মাণে দুর্নীতি হচ্ছে। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে মনু PWD র SDO, P, চাকমা, সেই দুর্নীতির দিকে নজর দেয়নি। সরকারি টাকার আদ্য শ্রাদ্ধ হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় এলাকাবাসীরা জানায় বিস্তারিত। বর্তমানে ডাবল ইঞ্জিন সরকারের আমলে ত্রিপুরা রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতেই রাস্তার বেহাল দশা যদিও কিছু কিছু জায়গায় সড়ক নির্মাণ কাজ চলছে বা সড়ক নির্মাণ কাজ হয়েছে।
কিন্তু প্রত্যেকটি জেলাতেই এইরকম সড়ক নির্মাণ কাজে দুর্নীতি করে আসছে একাংশ টিকেদার, এর মধ্যে হলো একটি ধলাই জেলা, জেলাটি প্রত্যন্ত হওয়ার কারণে ঠিকেদাররা সরকারি কর্মচারী ও স্থানীয় নেতাদের মদতে দুর্নীতি করে সড়ক নির্মাণ করে বিল হাতিয়ে নিচ্ছে। বিপাকে সাধারণ মানুষ। কিছু বলার মত কেউ নেই। আমরা আজ তুলে ধরলাম শুধুমাত্র একটি দুর্নীতি। যদিও লোকাল সংবাদ মাধ্যমে এসব দুর্নীতির সংবাদ প্রকাশিত করলে টিকেদারদের বা সরকারি বড় বড় অফিসারদের কিছু আসে যায় না। লোকাল সংবাদ মাধ্যমকে হুমকি-ধমকি দেওয়া হয়। কারণ বড় বড় সংবাদ মাধ্যম এসব দুর্নীতির কথা তুলে ধরে না। তবুও আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রতিনিয়ত এসব দুর্নীতির চিত্র তুলে ধরব।