গত আগস্ট মাসের বন্যায় প্রায় ১৮ থেকে ২০ হাজার কোটি টাকা কৃষকদের ক্ষতি হয়েছে। সরকারের কাছে বহুবার দাবি জানানো হয়েছে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করে যাতে কৃষকদের সঠিকভাবে সহযোগিতা করা হয়। কিন্তু এখন পর্যন্ত কৃষকরা সঠিকভাবে সহযোগিতা পায়নি। তীব্র প্রতিবাদ জানিয়ে এই অভিযোগ করেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি সম্পাদক পবিত্র কর।শুক্রবার কৃষক ভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন, কৃষকদের প্রতি বর্তমান সরকার অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের এখন পর্যন্ত সহযোগিতা করছে না।
যারা সরকারি সহযোগিতা পায়নি তাদের নামের তালিকা পর্যন্ত মন্ত্রী রতন লাল নাথের কাছে দেওয়া হয়েছে। মন্ত্রীকে বলা হয়েছিল তদন্ত করার জন্য। তারপরও কৃষকদের সহযোগিতা করা হচ্ছে না। তাই সারা ভারত কৃষক সভা সিদ্ধান্ত গ্রহণ করেছে, আগামী ২০ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক জেলা শাসকের কাছে যাবেন সারা ভারত কৃষক সভার স্থানীয় নেতৃত্ব। প্রয়োজনে রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবের কাছে যাওয়া হবে। তারপরও যদি সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা না করে তাহলে গণআন্দোলন গড়ে তোলা হবে। এমনটাই জানিয়েছেন ।
তিনি আরো বলেন, লক্ষ্য করা গেছে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ২৩ টাকা কিলোতে ধান ক্রয় করার ঘোষণা দিয়েছে।কিন্তু কেরল রাজ্যের সরকার কৃষকদের কাছ থেকে ২৮.২০ টাকা কিলোতে ধান ক্রয় করছে। রাজ্য সরকারের যাতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার মূল্য বৃদ্ধি করে। কেরল সরকার পারলে ত্রিপুরা সরকার কেন পারবে না সেই প্রশ্নটুকু পর্যন্ত তিনি ছুড়ে দেন সরকারের উদ্দেশ্যে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব মতিলাল সরকার, রতন দাস সহ অন্যান্যরা।