রঞ্জিত রায়,হরিণারায়ন সেন গুপ্ত, দ্বিজেন্দ্র চন্দ্র মজুমদারের মতো প্রবীণদের সংবর্ধনা প্রদান করলো গভমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা বিলোনিয়া ইউনিট । বিশ্ব প্রবীণ দিবস পালনের মধ্য দিয়ে এই দিন মোট নয়জন প্রবীনের হাতে মানপত্র, শালের চাদর ও ছাতি তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় ।
শ্রদ্ধাভাজন নবীন নবীনা ও এই শ্রদ্ধাকে পাথেয় করে গভমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা বিলোনিয়া ইউনিটের উদ্যোগে প্রবীণ দিবসের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ বিলোনিয়া ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির বিভাগীয় অফিসে দ্বিতল ভবনে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রবীণ দিবসের উদ্বোধক প্রাক্তন কর্মচারী আন্দোলনের নেতা তথা বিধায়ক অশোক মিত্র।
পেনশনার্স অ্যাসোসিয়েশনের প্রয়াত সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে স্বাগত ভাষণ রাখেন সংগঠনের সম্পাদক রতন চক্রবর্তী। স্বাগত ভাষণের পর পেনশনার অ্যাসোসিয়েশনের কর্মীরা স্বরচিত কবিতা পাঠ করেন।অনুষ্ঠানের উদ্বোধক তথা বিধায়ক অশোক মিত্র পেনশনার দের বিভিন্ন সুবিধা অসুবিধা গুলি ওনার বক্তব্যের মধ্যে আলোচনা রাখতে গিয়ে বিস্তারিত ভাবে তুলে ধরেন।
গর্ভমেন্ট পেনসানার্স অ্যাসোসিয়েসন ত্রিপুরা বিলোনীয়া ইউনিটের আয়োজিত অনুষ্ঠানে ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন,অশোক মিত্র , কর্মচারী নেতৃত্ব বিপ্লব ভূঁইয়া সহ অন্যান্যরা এই দিনের আয়োজিত অনুষ্ঠান উপস্থিত ছিলেন ।