ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কমলাসাগর মিয়া পাড়া রাজু দেবের বাড়িতে গভীর রাতে গ্রেনেড বোমা নিক্ষেপ করা হয়।যদিও অল্পতে বেঁচে যায় রাজু দেব সহ তার গোটা পরিবার। কিন্তু তার বাড়ির মধ্যে ঘর থেকে আরম্ভ করে পাকা বাড়ি পুরোপুরি ফেটে যায়।পরবর্তী সময়ে সেই খবর পেয়ে ভোর চারটা নাগাদ মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিষ্ক্রিয় গ্রেনেড বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। আর এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ছুটে আসে সিপাহীজলা জেলা পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিদায়িকা সহ শাসক দলীয় একাংশ নেতৃত্বরা। সকলের একটাই বক্তব্য কী করে এই ঘটনা সম্ভব। তবে দীর্ঘদিন যাবত রাজু দেবের উপর আক্রমণের জন্য একটি চক্র সেখানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে জানা যায়। কারণ রাজু দেব দীর্ঘদিন যাবত ওই জায়গায় বিভিন্ন ব্যবসা চালিয়ে আসছে তাকে দুর্বল করার লক্ষ্যেই একটা দুষ্ট চক্র তার পেছন ধাওয়া করে রেখেছিল। এদিকে জানা যায় ওই এলাকার মধ্যে তিনটি বাঙালি পরিবার রয়েছে আর অন্যরা মুসলিম সম্প্রদায়ের তাদের অভিযোগ একাংশ দুষ্টচক্র কিছু মুসলিম সম্প্রদায়ের যুবককে হাত করে সেই ঘটনা সংঘটিত করতে পারে।
এদিকে জানা যায় দীর্ঘদিন যাবত রাজু দেব ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের জনগণের সাথে তাদের ভালো সম্পর্ক রয়েছে। একসাথে উঠাবসা করছে কিংবা সব কাজ সম্পন্ন করেছে। এমনকি কিছু হলেই রাজু দেবের পাশে দাঁড়ায় ওই এলাকার সংখ্যালঘু পরিবারগুলি। কিন্তু কি করে এই ঘটনা সংঘটিত করা হলো তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে এত বড় ঘটনা ঘটেছে তা কিন্তু এক প্রকার পরিষ্কার। তবে তদন্ত চালাচ্ছে জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। এদিকে এলাকার বিদায়িকা অন্তরা দেব সরকার বলেন যারাই এই কাজ সংঘটিত করেছে অত্যন্ত নিন্দনীয়।
তবে যেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা করা হয়েছে আমরা এখনো পরিষ্কার না হলেও এতটুকু বলতে পারি যাতে কোন শান্তি সম্প্রীতি নষ্ট না হয় এলাকার সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। আরো বলেন এলাকার পরিবেশ নষ্ট করার জন্য একটা চক্র এসব প্রয়াস চালিয়ে আসছে তাদেরকে দমন করতে হবে।পাশাপাশি তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবী রাখেন প্রশাসন নিকট।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকার মধ্যে যাতে শান্তি সম্প্রীতি নষ্ট না হয় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে।এদিকে সোমবার দুপুরে বলরাম দত্ত ও আকাশ দে নামে দুজন যুবক এলাকায় গাড়ি নিয়ে গিয়ে নেশা করার সময় এলাকাবাসী তাদের আটক করে উত্তম মাধ্যম দেয়। তারা এই বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত রয়েছে বলে এলাকাবাসীর ধারণা। তারপর দুজনকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।