ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে আক্রান্ত হয়েছে শ্যামলী পরিবহনের একটি বাস গাড়ি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা ভারতীয় যাত্রীরা, বাসটি বিশ্বরোডের এক পাস ধরেই যাচ্ছিলো। হঠাৎ বাসটিকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে দুর্ঘটনার কবলে ফেলার জন্য ধাক্কা দেয় পণ্যবাহী একটি ট্রাক।
একই সময়ে রাস্তায় থাকা একটি অটো বাসের সামনে চলে আসে এবং শ্যামলী বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনার পর স্থানীয় লোকজন বাসে থাকা ভারতীয় যাত্রীদের ক্রমাগত হুমকি দিতে থাকে। তাদের সামনেই ভারত বিরোধী নানা স্লোগান দিয়ে এবং কটু মন্তব্য করে যাত্রীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা ভারতীয় যাত্রীরা।
এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশে যা হচ্ছে তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। বর্তমান সরকার এ বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত। ক্রমাগত সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে তা সারা বিশ্ব দেখছে এটা কাম্য নয়।শ্যামলী পরিবহনের বাসে হামলার ঘটনায় তিনি বলেন যে পুরো বিষয়টি উনার গোচরে আসার পরেই তিনি এ বিষয়ে মন্তব্য করবেন ।তবে এখনই বাংলাদেশের বর্তমান সরকারকে শুধরে নেওয়ার দাবিও জানান তিনি। তিনি বলেন কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়টি নিয়ে চিন্তাভাবনায় রয়েছেন অবশ্যই তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।