বাংলাদেশে আটক হিন্দু সন্ন্যাসী কৃষ্ণদাস প্রভু ।সোমবার ঢাকা বিমানবন্দরে তাকে আটক করে বাংলাদেশ কর্তৃপক্ষ। তিনি দেশ ছাড়তে পারবেন না কোন এক অজানা জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। কৃষ্ণদাস প্রভু ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন হিন্দু নেতা এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেসের অর্থাৎ ইসকনের সদস্য। মো ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কৃষ্ণ দাস কে গ্রেফতার করেছে ।
মুসলিমদের তরফে হিন্দুদের লক্ষ্য করে ঘৃণ্য হামলা চালানো হচ্ছে এই অভিযোগে হিন্দুদের তরফে একটি বিশাল সভার নেতৃত্ব দেওয়ায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বড় এই নেতাকে ইউনুস সরকারের গোয়েন্দা শাখা নিয়ে গেছে ।এরই পরিপ্রেক্ষিতে সোমবার বিকাল থেকে চট্টগ্রামে হিন্দু খ্রিস্টান বুদ্ধ ঐক্য পরিষদের তরফ থেকে রাস্তায় নেমে আসে হাজার হাজার হিন্দু জনসাধারণ।
মোমবাতি প্রজ্বলন করে গোটা চট্টগ্রাম শহরে আন্দোলনের ঢেউ তুলে হিন্দুরা। তাদের একটাই দাবি চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। না হলে এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। হিন্দুদের রাস্তায় নেমে এসে এই আন্দোলনে চট্টগ্রাম শহর উত্তাল।