শুক্রবার রাজধানীর বীরচন্দ্র স্টেট লাইব্রেরীতে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। যা নেশা মুক্ত ভারত অভিযানের অধীনে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শিবিরের উপর অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক সহ স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
এদিন প্রশিক্ষণ শিবিরে বিশেষ ভাবে আলোচনা হয়, যারা নেশার সাথে সরাসরি যুক্ত তাদের কিভাবে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা যায়।কারণ প্রতিদিন নেশায় ডুবে যাচ্ছে যুবসমাজ। আগামী দিন যাতে আর নেশায় যুবসমাজ যুক্ত হতে না পারে তার জন্য এ ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যুব সমাজকে রক্ষা করা না গেলে আগামী দিন দেশের এবং রাজ্যের ভবিষ্যৎ অন্ধকার। তাই সর্বোচ্চ চেষ্টা অবলম্বন করে সমাজকে নেশা মুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
কিভাবে যুব সমাজকে নেশা থেকে মুক্ত করা যায় সে বিষয়ে এদিন শিবিরে আলোচনা হয়েছে। আলোচনায় অংশ নেওয়া কর্মীরা আগামী দিন বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছে। যারা নেশার সাথে যুক্ত তাদের কিভাবে সঠিক দিশা দেখানো যায় সেই দায়িত্বটুকু তারা পালন করবে বলে জানা যায়। এখন দেখার বিষয় আসলে কতটা বাস্তবায়ন করতে পারে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।