সুশাসন জামানায় মামলা গ্রহণ করছে না পূর্ব আগরতলা থানার পুলিশ। প্রতিনিয়ত থানা চক্কর কাটলেও রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ বলে অভিযোগ। জানা যায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে আক্রান্ত হয় মা-মেয়ে। মামলা দায়ের পূর্ব আগরতলা থানায়। ঘটনাটি ঘটে রাজধানীর রবীন্দ্র নগর এলাকায়।
আক্রান্ত যুবতী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় ১৯ নভেম্বর তাদের প্রতিবেশী নন্দলাল দেবনাথ ও তার পরিবার পরিজনরা জায়গা নিয়ে বিবাদকে কেন্দ্র করে তাদের উপর আক্রমণ চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত যুবতী পূর্ব আগরতলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে।কিন্তু পূর্ব মহিলা থানার পুলিশ মামলা লিপিবদ্ধ করতে অস্বীকার করে। থানা থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয় এলাকায় শালিসি সভা করে ঘটনা মীমাংসা করে নেওয়ার জন্য। আক্রান্ত যুবতী আরও জানায় সে থানায় অভিযোগ পত্র জমা দিলেও, পুলিশ অভিযোগ পত্রের রিসিভ কপি দিতে চাইছে না।
পুলিশ তালবাহানা করছে। থানার ম্যামরা বলছেন নাকি বিষয়টি মীমাংসা করে দেবে এলাকার রাষ্ট্রবাদীদের দ্বারা। কিন্তু আক্রান্ত যুবতী মীমাংসার পথে হাটতে চাইছে না। তার বক্তব্য যেহেতু তাকে এবং তার মাকে মারধর করেছে তাই সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। তারা এলাকার কোন মাতব্বরের কাছ থেকে বিষয়টি মীমাংসা চায় না। এভাবে তিন দিন ধরে যুবতীকে এবং তার মাকে থানা চক্কর কাটতে হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো দেশের সংবিধান পুলিশকে মামলা না নিয়ে মীমাংসার জন্য রাষ্ট্র বাদী নেতাদের কথা শোনার অধিকার দেয় নি। কিন্তু তারপরও কেন এ ধরনের কার্যকলাপ সুশাসন পুলিশের? নিন্দার ঝড় বইতে শুরু করেছে এই ঘটনায়। পুলিশ যদি মামলা না নেয় তাহলে আগামী দিন যুবতী এবং তার পরিবারের লোকজন আদালতের দ্বারস্থ হতে বাধ্য হবে বলে জানান।