বেতন বঞ্চনায় দেওয়ালে পিঠ ঠেকে গেছে বনদপ্তরের স্থায়ী শ্রমিকদের। প্রতিবাদে বুধবার কর্মবিরতি করলেন তারা। রাজধানীর গোর্খা বস্তি এলাকায় নেহেরু পার্কের সামনে তারা কর্ম বিরতি করেন। সংশ্লিষ্ট দপ্তরে শ্রমিক হিসেবে ১৫ থেকে ২০ বছর ধরে কর্মরত হয়েছেন তারা।গত সাত বছর আগে দপ্তরের ৩৬৩ জন কর্মী সরকারিভাবে অনুমোদন পায়। বর্তমানে তাদের বেতন বের হয়েছে ১৩ হাজার টাকা।
কিন্তু তাদের বক্তব্য এই টাকা দিয়ে তাদের সংসার পরিচালনা করা সম্ভব নয়। কারণ প্রতিদিন দ্রব্যমূল্য লাফিয়ে বাড়ছে। অনেকে আগামী দু থেকে তিন বছরের মধ্যে অবসরে চলে যাবেন।কেউ কেউ ক্যান্সার রোগে আক্রান্ত। সুতরাং স্বল্প বেতন দিয়ে তারা সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। গত দু’বছরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং মুখ্য সচিব জে কে সিনহা সহ বনদপ্তরের মন্ত্রীর কাছে বহুবার গেলেও তাদের সমস্যার সমাধানে কোন পথ বের করেন নি মন্ত্রীরা।
শুধুমাত্র আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখছেন। কিন্তু বেতন ভাতা বৃদ্ধি না পাওয়ায় তারা অবশেষে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। তাদের বক্তব্য অবিলম্বে সরকার যদি ব্যবস্থা গ্রহণ না করে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবে।