রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে প্রতিভা রয়েছে। তাই তাদের প্লাটফর্ম দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যাতে তারা আগামী দিন আরও বেশি অগ্রসর হতে পারে। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক কলা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রেখে এই কথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।তিনি বলেন, একসময় প্রতিযোগিতায় ভালো স্থান গ্রহণ করতে যারা বনেদি স্কুলগুলিতে মোটা অর্থের বিনিময়ে পড়াশোনা করত তারা। কিন্তু বর্তমান সরকার রাজ্যের শিক্ষা ক্ষেত্রে অত্যাধুনিক পরিকাঠামো চালু করার চেষ্টা করছে। যার ফলে এখন প্রতিযোগিতা পরীক্ষায় শুধু বনেদী স্কুলের নয় রাজ্যের গ্রামাঞ্চলের স্কুলগুলি ছাত্রছাত্রীও অংশ নিতে পারবে।
জাতীয় স্তরের পরীক্ষা গুলিতে আগে শুধু সি বি এস ই এবং আই সি এস ই স্কুলের ছেলেমেয়েরাও অংশ নিতো, বর্তমানে এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাজ্যের গ্রামাঞ্চলের ছেলেমেয়েরাও অংশ নিচ্ছে। বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে কোনভাবেই আপোষ করতে চায় না। এ সরকারের সবচেয়ে আগে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্র।এ দুটি গুরুত্বপূর্ণ বিষয় কত দ্রুত অগ্রসর করা যায় সেদিকে গুরুত্ব দিচ্ছে সরকার। শিক্ষা ও স্বাস্থ্য উন্নত না হলে কোন রাজ্য বা দেশ এগিয়ে যেতে পারে না বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা ও উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিক।