শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ ছাত্র-ছাত্রীদের। সড়ক অবরোধের এই ঘটনাটি সংঘটিত হয় চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সম্মুখে। অর্থাৎ সড়ক অবরোধ যেনো বিভিন্ন সমস্যার একমাত্র সমাধানের পন্থা হয়ে দাঁড়িয়েছে। এদিকে,অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও যথারীতি চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসে। পরে তারা জানতে পায় বিদ্যালয়ের বায়োসায়েন্সের শিক্ষক প্রবীর দাস নাকি অন্যত্র বদলি হয়ে গেছেন। কিন্তু ওনার বদলি না হওয়ার জন্য প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রায়ের সঙ্গে ছাত্রছাত্রীরা আলোচনা করে।
কিন্তু তিনিও তাদের যথারীতি আশ্বাস দিতে না পারায় দুপুর বারোটা থেকে বিদ্যালয়ের সম্মুখে চুরাইবাড়ি থেকে কদমতলার মূল সড়ক অবরোধ করে বসে ছাত্র-ছাত্রীরা। তাদের একটাই দাবি তাদের পরীক্ষার প্রাক্ মূহুর্তে শিক্ষক প্রবীর দাসকে অন্যত্র বদলি করা যাবে না। এদিকে সড়ক অবরোধের আধ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও একমাত্র চুরাইবাড়ি থানার পুলিশ ছাড়া সংবাদ লিখা পর্যন্ত শিক্ষা দপ্তরের কোন আধিকারিক বা উচ্চ অধিকারিক ঘটনাস্থলে আসেননি। ফলে যেমন একদিকে ছাত্র-ছাত্রীদের আন্দোলন অব্যাহত রয়েছে তেমনি অপরদিকে অবরোধস্থলের দুপাশের সড়কে যাত্রী সাধারণ থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন যানবাহন আটকা পড়ে থাকে।
এতে অবশ্য দুর্ভোগের শিকার হন যাত্রীরাও।অপরদিকে প্রধান শিক্ষিকা সবিতা রায় জানান,বায়োসায়েন্সের শিক্ষক প্রবীর দাসকে আনন্দবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ডেপুটেশনে পাঠানো হচ্ছে এবং উনার পরিবর্তে সমীর দাস নামে অপর একজন শিক্ষক তড়িঘড়ি চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও ছাত্র-ছাত্রীরা সন্তুষ্ট নয়, তাদের দাবি পরীক্ষার প্রাক্ মুহূর্তে প্রবীর দাস নামের শিক্ষক তাদের প্রয়োজন। এখন দেখার বিষয় শিক্ষা দপ্তরের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন কিনা এবং ছাত্র-ছাত্রীদের দাবিও কতটুকু সফল হয়।