বৃহস্পতিবার দুপুর দুইটায় গোটা রাজ্যের প্রতিটি ব্লকের সাথে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট তিন দফা দাবি দাওয়া নিয়ে ডেপুটেশনে মিলিত হন তিপ্রা মথা দলের এক প্রতিনিধি দল।প্রথমে কদমতলা বাজার থেকে দলীয় কর্মী সমর্থকরা সুবিশাল মিছিল করে সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে এসে জড়ো হন। তারপর এক প্রতিনিধি দল সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হন। কিন্তু সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব দেবনাথ যথাসময়ে উপস্থিত না থাকায় পঞ্চায়েত অফিসার হেলাল উদ্দিনের হাতে তিন দফা দাবি সনদের স্মারকলিপি তুলে দেন প্রতিনিধিরা।এদিনের ডেপুটেশন উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেন্টু মিয়া,কদমতলা ব্লক কমিটির সভাপতি আইনজীবী দিলওয়ার হোসেন,সহ সভাপতি মৌলানা ফরমান আলী রজভী সহ অন্যান্যরা।
এদিকে এদিনের ডেপুটেশন শেষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেন্টু মিয়া জানান,গোটা রাজ্যের প্রতিটি ব্লকের সাথে কদমতলা ব্লকেও তিনটি দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে।দাবি গুলি হলো (১) শীঘ্রই ভিলেজ কাউন্সিলের নির্বাচন করতে হবে (২) কেন্দ্রিয় সরকারের সাথে তিপ্রা মথা দলের ত্রিপাক্ষিক চুক্তি তিপ্রাসা একর ইমপ্লিমেন্ট করতে হবে এবং লোকসভায় ১২৫ ধারা শীঘ্রই প্রত্যাহার করতে হবে। তাছাড়া তিনি বলেন, কদমতলা ব্লক এলাকায় তিপ্রা মথা দল নতুন ভাবে আত্মপ্রকাশ করেছে।আর সল্পদিনে ব্যাপকভাবে জনসমর্থন তাঁরা পাচ্ছেন। তাছাড়া ব্লক এলাকার তেরো থেকে চৌদ্দটি গ্রাম পঞ্চায়েত তিনি ঘুরে দেখেছেন। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে রাস্তাঘাটের বেহাল দশা। তিনি বলেন চলতি মাসের শেষের দিকে কদমতলায় ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনা পরিদর্শনে আসছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন।